করোনাভাইরাস পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

অনলাইন ডেস্ক, ২২ জুন।। ক্ষমতায় থাকাকালীন নিজ দেশে করোনাভাইরাস পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রভাবও পড়ে মার্কিন নির্বাচনে। জো বাইডেনের কাছে বিপুল ব্যবধানে হেরে যান তিনি। তবে ক্ষমতায় না থাকলেও আলোচনা থেমে নেই ট্রাম্পকে ঘিরে।

এবার আমেরিকা জুড়ে আরেকটি নতুন চাঞ্চল্যকর আলোচনা শুরু হয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে। ক্ষমতায় থাকার সময় করোনাভাইরাসে আক্রান্ত যুক্তরাষ্ট্রের নাগরিকদের গুয়ানতানামো বে’তে পাঠাতে চেয়েছিলেন ট্রাম্প। প্রকাশিত এক বইয়ের বরাতে এমন খবর প্রকাশিত হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে।

ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, করোনা মোকাবিলায় ২০২০ সালের ফেব্রুয়ারিতে ট্রাম্প সিচুয়েশন রুমে তার কর্মকর্তাদের জিজ্ঞেস করেন, ‘আমাদের কি নিজস্ব দ্বীপ নেই? গুয়ানতানামো কেমন হবে?’ গুয়ানতানামো বে কিউবায় অবস্থিত যুক্তরাষ্ট্রের ‘কুখ্যাত’ কারাগার। মারাত্মক অপরাধে অভিযুক্তদের এই কারাগারে পাঠানো হয়।

বিদেশি যুদ্ধের শত্রু যোদ্ধা ও ১১ সেপ্টেম্বর হামলার পেছনে অভিযুক্তদের এই কারাগারে আটকে রেখে শাস্তি দেওয়া হয়। বইটির প্রতিবেদনে আরও দাবি করা হয়, ট্রাম্প সেই সময় বলেছিলেন, ‘আমরা পণ্য আমদানি করছি। আমরা ভাইরাস আমদানি করছি না।’ পরে অবশ্য তিনি নিজেই করোনায় আক্রান্ত হন।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?