অনলাইন ডেস্ক, ২২ জুন।। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ইউরো কাপের শেষ ষোলোর টিকিট পেল অস্ট্রিয়া। ‘সি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ইউক্রেনকে হারিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছে দলটির।
সেখানে তাদের লড়তে হবে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ইতালির বিপক্ষে। সোমবার রোমানিয়ার বুখারেস্টে ইউক্রেনকে ১-০ গোলে হারায় অস্ট্রিয়া। নকআউট পর্বে যেতে জয়ের বিকল্প ছিল না তাদের সামনে। ক্রিস্টোফ বমগার্টনারের করা একমাত্র গোলে সেই সমীকরণ মিলিয়েছে দলটি। জিতলে যে সুযোগ ছিল ইউক্রেনের। তবে এখনো আশা খানিকটা আছে দলটির।
যদি ছয় গ্রুপের তৃতীয় হওয়া দলগুলোর সেরা চারটির একটি হয়ে পরের পর্বের টিকিট মিলে। তিন ম্যাচে এক জয়ে ৩ পয়েন্ট ইউক্রেনের। সমান ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট অস্ট্রিয়ার। অন্যদিকে তিন ম্যাচের সবগুলো জিতে ৯ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের সেরা নেদারল্যান্ডস। যারা এদিন নর্থ মেসিডোনিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে। নর্থ মেসিডোনিয়া তিন ম্যাচের সবগুলো হেরে শূন্য হাতে আসর শেষ করল।