অনলাইন ডেস্ক, ২২ জুন।। মঙ্গলবার ওয়েম্বলিতে দিবাগত রাতে ইউরো চ্যাম্পিয়নশিপে চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে ইংল্যান্ড। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে ম্যাসন মাউন্ট ও বেন চিলওয়েলকে পাচ্ছে না ইংলিশরা। কোভিড-১৯ সংক্রমণ থেকে বাঁচতে স্বেচ্ছা-আইসোলেশনে পাঠানো হয়েছে তাদের।
শুক্রবার স্কটল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের ড্র হওয়া ম্যাচে চেলসি সতীর্থ বিলি গিলমোরের সংস্পর্শে আসেন মাউন্ট-চিলওয়েল। পরে জানা যায়, স্কটিশ মিডফিল্ডার গিলমোর করোনা পজিটিভ। চিলওয়েল ও মাউন্ট ২৮ জুন পর্যন্ত আইসোলেশনে থাকবেন।
তবে পরীক্ষায় দুজনের কোভিড-১৯ নেগেটিভ রিপোর্ট এসেছে। নকআউট পর্বে যেতে হলে চেকদের বিপক্ষে ড্র করলেই চলবে ইংল্যান্ডকে। সেক্ষেত্রে দুই দল তিন ম্যাচে সমান ৫ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপ থেকে পরের রাউন্ড নিশ্চিত করবে। সেক্ষেত্রে ২ ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে তালিকার তিন ও চারে থাকা ক্রোয়েশিয়া ও স্কটল্যান্ড জিতলেও ফিরতে হবে ঘরে।