অনলাইন ডেস্ক, ২২ জুন।। ইউরো কাপের গ্রুপ ‘বি’ থেকে বেলজিয়ামের সঙ্গে শেষ ষোলোর টিকিট পেল ডেনমার্ক। সোমবার কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে রাশিয়ার বিপক্ষে ৪-১ গোলের বড় জয় প্রি-কোয়ার্টারের টিকিট এনে দিয়েছে ড্যানিশদের। একই সময়ে শুরু হওয়া গ্রুপের অন্য ম্যাচে ফিনল্যান্ডকে ২-০ গোলে হারায় বেলজিয়াম।
এতে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষ দল হিসেবে শেষ ষোলোয় উঠে বেলজিয়াম। অন্যদিকে ডেনমার্ক, ফিনল্যান্ড ও রাশিয়ার পয়েন্ট দাঁড়ায় সমান ৩ করে। গোল পার্থক্যে দ্বিতীয় হয় ডেনমার্ক। তৃতীয় হওয়া ফিনল্যান্ডের আশা এখন ছয় গ্রুপের তৃতীয় স্থান পাওয়া দলগুলোর সেরা চারটির একটি হয়ে পরের ধাপে যাওয়ার। রাশিয়া দ্বিতীয় ও ডেনমার্ক সবার নিচে থেকে শুরু করেছিল গ্রুপের শেষ রাউন্ডের লড়াই।
অথচ বড় হারে আসর থেকে বিদায় নিতে হলো রাশিয়াকে। আর রাশিয়ার মুখোমুখি হওয়ার আগে যে ডেনমার্কের কোনো পয়েন্টই ছিল না, তারাই দিন শেষে বেলজিয়ামের সঙ্গে পৌঁছে গেল শেষ ষোলোতে। ম্যাচের ৩৮ মিনিটে মিক্কেল দামসগার্ডের গোলে এগিয়ে যায় ডেনমার্ক। ৫৯ মিনিটে ইউসুফ পোলসেন ব্যবধান বাড়ান। ৭০ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রাশিয়ার আর্টেম জুবা।
এরপরই কয়েক মিনিটের জন্য টুর্নামেন্টে টিকে থাকার আশা জেগেছিল রাশিয়ার। যদিও আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের ৭৯ মিনিটে করা গোল সেই আশা চুরমার করে দেয়। ৮২ মিনিটে রাশিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন জোয়াকিম ম্যাশহলে। ১৯৯৮ সালের বিশ্বকাপে নাইজেরিয়াকে ৪-১ গোলে হারানোর পর এই প্রথম বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে চার গোল দিতে সক্ষম হল ড্যানিশরা। প্রথম ম্যাচে অসুস্থ হয়ে পড়া ক্রিশ্চিয়ান এরিকসেনের অভাব সত্ত্বেও তারা যে জায়গায় পৌঁছাল, তা নিঃসন্দেহে ডেনমার্কের কাছে গৌরবের।