অনলাইন ডেস্ক, ২২ জুন।। ফিনল্যান্ডকে হারিয়ে ইউরো কাপের গ্রুপ পর্বের তিন ম্যাচের সবগুলোতে জয় তুলে নিল বেলজিয়াম। পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের সেরা দল হয়েই তারা পা রাখল শেষ ষোলোয়। সোমবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ‘বি’ গ্রুপের শেষ রাউন্ডে ২-০ গোলে জয় তুলে নেয় বেলজিয়াম। এদিন ফিনল্যান্ডকে হারাতে বেশ সংগ্রাম করতে হয়েছে বেলজিয়ামকে। ৭৪তম মিনিট পর্যন্ত তাদের আটকে রেখেছিল ফিনল্যান্ড। শেষে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে দলটি। পরে রোমেলু লুকাকু বেলজিয়ামের পক্ষে ব্যবধান বাড়ান।
হারের ফলে ফিনল্যান্ডকে গ্রুপে তৃতীয় হয়ে শেষ ষোলোর জন্য থাকতে হচ্ছে অপেক্ষায়। তাদের সমান ৩ পয়েন্ট নিয়েও গোল গড়ে এগিয়ে থাকায় ডেনমার্ক দ্বিতীয় হয়ে পেয়ে গেছে প্রি-কোয়ার্টারের টিকিট। যারা এদিন রাশিয়াকে হারিয়েছে ৪-১ গোলে। ফিনল্যান্ডের মতো রাশিয়ারও পয়েন্ট সমান ৩। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় তিনে ফিনল্যান্ড। এখন ছয় গ্রুপের তৃতীয় স্থান পাওয়া দলগুলোর সেরা চারটির একটি হয়ে পরের ধাপে যাওয়ার আশায় থাকতে হচ্ছে তাদের। আর গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হচ্ছে রাশিয়াকে।
ফিনল্যান্ডের বিপক্ষে বেলজিয়াম সবশেষ জয় পেয়েছিল ১৯৬৮ সালে, বিশ্বকাপ বাছাইয়ে। এরপর দুই দলের সাত দেখায় তিনটি ড্র হয়। বাকি ৪ ম্যাচেই হারে বেলজিয়াম। এদিন প্রথমার্ধে বেলজিয়ামের জেরেমি ডোকুর শট দারুণভাবে রুখে দেন ফিনল্যান্ডের গোলকিপার লুকাস রাডেকি। প্রথমার্ধ গোলশূন্য থাকায় এবং কোপেনহেগেনে রাশিয়া ডেনমার্কের কাছে পিছিয়ে পড়ায় ফিনল্যান্ডের দরকার ছিল ড্র। বেলজিয়ামের বেশ কয়েকটি শট অসামান্য দক্ষতায় রুখে দিচ্ছিলেনও রাডেকি। ৬৬ মিনিটে অফ সাইডের ফাঁদে জড়ানো রোমেলু লুকাকুর গোল বাতিল হয়।
৭৪ মিনিটে রাডেকি আত্মঘাতী গোল করে বসতেই যাবতীয় হিসাবনিকাশ ওলটপালট হয়ে যায়। ডি ব্রুইনের কর্নার থেকে টমাস ভের্মালেনের হেড বারে লেগে ফিরে আসার সময় তা তালুবন্দি করতে পারেননি ফিনল্যান্ডের গোলরক্ষক। আপ্রাণ চেষ্টা সত্ত্বেও বল গোললাইন পেরিয়ে যায়। ৮১ মিনিটে দুরন্ত এক গোল করে ম্যাচ ২-০ করেন লুকাকু। ইউরো ও বিশ্বকাপ মিলিয়ে এটি দেশের হয়ে তার দশম গোল। যে গোলের সুবাদে এবারের ইউরোয় জয়ের হ্যাটট্রিক সেরে শেষ ষোলোতে গেল বেলজিয়াম।