স্টাফ রিপোর্টার, আগরতলা, ২২ জুন।। করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতেও গাজা পাচারকারী নতুন নতুন কৌশলে গাঁজা পাচার বাণিজ্য অব্যাহত রেখেছে। আগরতলা আনন্দ বিহার রাজধানী এক্সপ্রেস থেকে সোমবার রাতে ১২ প্যাকেট শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে।
আগরতলা- আনন্দবিহার রাজধানী তেজস এক্সপ্রেস থেকে কুড়ি কেজি গাঞ্জা উদ্ধার করল আর পি এফ ও বি এস এফের জি ব্রাঞ্চ।সোমবার রাত এগারোটায় এক গোপন খবরের ভিত্তিতে রাজধানী এক্সপ্রেস বদরপুর স্টেশনে পৌছালে কোচ নম্বর বি ফাইভের টয়লেটের উপরে লুকায়িত অবস্হায় রাখা গাঁজা উদ্ধার করে।তবে কাউকে এই ঘটনায় আটক করতে পারেনি আর পি এফ। এ ব্যাপারে মামলা করেছে আরপিএফ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
রাজধানীর তেজস এক্সপ্রেসে করে কিভাবে গাজা নিয়ে যাওয়া হচ্ছিল তা নিয়ে নানা মহলে নানা প্রশ্ন করতে শুরু করেছে। এই চক্রের রেলওয়ের কোন কর্মীর যোগসাজশ রয়েছে কিনা তা নিয়ম প্রশ্ন দেখা দিয়েছে। কেননা রেলের টয়লেটের ভিতর যেভাবে গাঁজার প্যাকেট গুলি রাখা হয়েছে তা রেলের কর্মীদের না জানার কথা নয়। বিশেষ করে করোনা ভাইরাসের সংক্রমণ জনিত পরিস্থিতিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে যাত্রীদের তোলা হয়। ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে আসল রহস্য উদঘাটনের দাবি উঠেছে।