স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ২২ জুন।। মঙ্গলবার দুপুরে দুর্ঘটনার কবলে পড়ল ঠান্ডা পানীয় বোঝাই লরি। ঘটনা মুঙ্গিয়াকামী থানাধীন ৪৫ মাইল এলাকায়। বহিঃ রাজ্য থেকে আসা ঠান্ডা পানীয় বোঝাই একটি লরি আগরতলার দিকে আসার পথে মুঙ্গিয়াকামীর ৪৫-মাইল সংলগ্ন এলাকায় রাস্তার পাশে বাক নিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। লরিটি নম্বর JK02BN 0939। গাড়িতে থাকা গাড়ির চালক ও সহ-চালক গুরুতর আহত হয়।
ঘটনা প্রত্যক্ষ করে পথ চলতি সাধারণ মানুষজনেরা ঘটনার খবর পাঠায় তেলিয়ামুড়া দমকল বাহিনীর কাছে। তারা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। আহতরা হলো অরবিন্দ সিং (৫৮) এবং অপরজন হলো রমেন কুমার (৩০)। বর্তমানে তাদের চিকিৎসা চলছে হাসপাতালে।চালকের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।