মায়ার্সের তোপে যখন সতীর্থরা একে একে সাঝঘরে ফিরছেন তখন একাই লড়ে গেলেন রসি ফন ডার ডাসেন

অনলাইন ডেস্ক, ২১ জুন।। কেমার রোচ ও কাইল মায়ার্সের তোপে যখন সতীর্থরা একে একে সাঝঘরে ফিরছেন তখন একাই লড়ে গেলেন রসি ফন ডার ডাসেন। তার ব্যাটে উদ্ধার হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের সামনে বড় লিড দিয়েছে দক্ষিণ আফ্রিকা। ডাসেনের ১৪২ বলে অপরাজিত ৭৫ রানের সুবাদে দ্বিতীয় ইনিংসে ১৭৪ রান করে প্রোটিয়ারা। তার ইনিংসটি সাজানো ৫ চার ও এক ছয়ে।

এ ছাড়া কাগিসো রাবাদা ৪৮ বলে ৫ চার ও এক ছয়ে ৪০ রানের ইনিংস খেলেন। এই দুজন ছাড়া সফরকারীদের বাকি ব্যাটসম্যানরা ছিলেন আসা যাওয়ার মাঝে। রোচ ১৩ ওভার বল করে নিয়েছেন সর্বোচ্চ ৪ উইকেট। মায়ার্সের শিকার তিনটি। একটি করে উইকেট ভাগাভাগি করেছেন জেয়ডেন সিলস, জেসন হোল্ডার ও ক্রেইগ ব্রাথওয়েট। এর আগে দ.আফ্রিকা প্রথম ইনিংসে করে ২৯৮ রান।

৩২৪ রানের লক্ষ্যে তৃতীয়দিনের শেষদিকে দ্বিতীয় ইনিংস শুরু করে বিনা উইকেটে ১৫ রান করে দিন শেষ করেছে উইন্ডিজ। এখন পর্যন্ত স্বাগতিকরা পিছিয়ে আছে ৩০৯ রানে। চতুর্থদিন ব্যাটিংয়ে নামবেন দুই ক্যারিবীয় ওপেনার ব্রাথওয়েট (৫) ও কাইরেন পাওয়েল (৯)। এর আগে উইন্ডিজ সেন্ট লুসিয়া টেস্টের প্রথম ইনিংস শুরু করে ১৪৯ রানে অলআউট হয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?