ইরানের পরমাণু অস্ত্রের বিষয়ে যুক্তরাষ্ট্র এবং তার সহযোগী দেশগুলোকে ‘জেগে ওঠার’ আহ্বান

অনলাইন ডেস্ক, ২১ জুন।। ইরানের পরমাণু অস্ত্রের বিষয়ে যুক্তরাষ্ট্র এবং তার সহযোগী দেশগুলোকে ‘জেগে ওঠার’ আহ্বান জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেত। তিনি বলেছেন, ইরানের ক্ষমতাসীনরা পারমাণবিক অস্ত্রের মালিক হতে চায়, যে অভিযোগ ইরান সব সময়েই অস্বীকার করে আসছে। কূটনীতিকরা বলছেন, চুক্তিটি পুনরুজ্জীবিত করার বিষয়ে অগ্রগতি হয়েছে, যদিও এখনো বেশ কিছু দূরত্ব রয়ে গেছে। মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি থেকে বেরিয়ে গিয়েছিলেন। ইসরায়েল বরাবরই চুক্তির বিরোধিতা করে আসছে।

ইরানের সাম্প্রতিক নির্বাচনে জয়ী হয়েছেন কট্টরপন্থী এব্রাহিম রাইসি, যিনি দেশটির শীর্ষ বিচারপতি ছিলেন। আগস্ট মাসে তিনি শপথ নিতে যাচ্ছেন, যদিও তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে। সাবেক রাজনৈতিক বন্দীদের মৃত্যুদণ্ড দেয়ার ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করার বিষয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া এবং জার্মানি- এই ছয় পরাশক্তির সঙ্গে ইরানের আলোচনা গত এপ্রিল মাসে শুরু হয়েছে। চুক্তি কার্যকর করে নিষেধাজ্ঞা তুলে নেয়ার বদলে পরমাণু কার্যক্রম সীমিত করবে ইরান।

তবে যুক্তরাষ্ট্র ওই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর ইরানও চুক্তি আর মানেনি। রবিবার দেশগুলোর প্রতিনিধিরা অস্ট্রিয়ার ভিয়েনায় ষষ্ঠবারের মতো আলোচনায় বসেছিলেন। এরপর প্রতিনিধিরা তাদের রাজধানীতে ফিরে যাওয়ার জন্য আলোচনা স্থগিত করা হয়। ইরান এবং ইসরায়েল দীর্ঘদিন ধরে ছায়া যুদ্ধ চালিয়ে আসছে। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি অনেকবার ইসরায়েল রাষ্ট্র বিলুপ্ত করে দেয়ার আহ্বান জানিয়েছেন।

২০১৮ সালে একটি বক্তৃতায় তিনি ইসরায়েলকে ‘ক্যানসার টিউমারের’ সঙ্গে তুলনা করে বলেন, একে ওই অঞ্চল থেকে সরিয়ে দেয়া দরকার। ইরানকে বড় হুমকি হিসাবে মনে করে ইসরায়েল এবং বারবার বলে আসছে যে, দেশটি পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী মি. বেনেত তার মন্ত্রিসভাকে বলেছেন, ‘এটাই হচ্ছে বিশ্ব শক্তির জেগে ওঠার শেষ সুযোগ…এবং উপলব্ধি করা যে, তারা কার সঙ্গে আলোচনা করছে।’

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?