মেক্সিকোর রেনোসা শহরের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে বন্দুকধারীরা, নিহত ১৮

অনলাই ডেস্ক, ২১ জুন।। টেক্সাসের সীমান্তবর্তী মেক্সিকোর রেনোসা শহরের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এতে ১৮ জন মারা গেছেন বলে জানিয়েছে এএফপি।

মেক্সিকোর নিরাপত্তা সংস্থা বলছে, রবিবার বিকেলে বেশ কয়েকটি গাড়িতে পূর্ব রেনোসার বিভিন্ন এলাকায় হামলা চালানো হয়। হামলার পরই অভিযানে নামে সেনা, ন্যাশনাল গার্ড, পুলিশ ও অন্য নিরাপত্তা সংস্থা।

পুলিশ জানিয়েছে, তারা এক ব্যক্তিকে আটক করেছে। তার গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে দুই নারীকে। পুলিশের অভিযোগ, ওই দু’জনকে অপহরণ করেছিল আটক হওয়া ব্যক্তি। তিনটি গাড়িও আটক করেছে বাহিনী।

দীর্ঘদিন ধরেই ওই এলাকার সহিংসতার জন্য মাদক পাচারে যুক্ত ‘গাল্ফ কার্টেল’ মাফিয়া গোষ্ঠীকে দায়ী করে এসেছে মেক্সিকো সরকার। এক সময়ে মদ পাচারে যুক্ত এই গোষ্ঠী ১৯৮০-র দশক থেকে মাদক পাচারের কাজ শুরু করে।

যুক্তরাষ্ট্র, ইউরোপ, পশ্চিম আফ্রিকার বিভিন্ন মাফিয়া গোষ্ঠীর সঙ্গে এদের যোগাযোগ রয়েছে বলে মনে করেন গোয়েন্দারা।

১৯৯০-এর দশকের শেষ দিক থেকে ওই মাফিয়া গোষ্ঠীর মধ্যে একাধিক দল তৈরি হয়। ২০১০ সালে রেনোসা এলাকায় দলটির প্রধান হওয়ার দৌড়ে হেরে যায় শীর্ষ নেতা জুয়ান মেজিয়া গঞ্জালেজ। তার পর থেকেই ওই গোষ্ঠীর বিভিন্ন দলের মধ্যে লড়াই শুরু হয়।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?