অনলাইন ডেস্ক, ২১ জুন।। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আরো একটি দিন ভেসে গেল বৃষ্টিতে। সোমবার সাউদাম্পটনের এজেস বোলে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার শিরোপার লড়াইয়ের ম্যাচটির চতুর্থ দিনে একটি বলও মাঠে গড়ায়নি।
ম্যাচটির প্রথম দিনও বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় ও তৃতীয় দিন মিলে খেলা হয়েছিল মাত্র ১৪১.১ ওভার। ভারত প্রথম ইনিংসে ২১৭ রান করার পর নিউজিল্যান্ড তৃতীয় দিন শেষ হওয়ার আগে ২ উইকেটে ১০১ রান তুলে। ভারতের ইনিংসের চেয়ে এখনো ১১৬ রানে পিছিয়ে তারা।
‘রিজার্ভ ডে’ হিসেবে ষষ্ঠ দিনেও খেলা হবে। সেই হিসেবে দুই দিন হাতে। এরপরও টেস্টের সম্ভাব্য ফল ড্রই বলতে হবে। যদি না নাটকীয় কিছু ঘটে।