২৫ জুন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন আফগান প্রেসিডেন্ট মোহাম্মাদ আশরাফ ঘানি

অনলাই ডেস্ক, ২১ জুন।।  প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে আগামী ২৫ জুন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন আফগান প্রেসিডেন্ট মোহাম্মাদ আশরাফ ঘানি এবং হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আব্দুল্লাহ।

এমন সময় দুই আফগান নেতা যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন, যখন তালেবানের কাছে একের পর এক জেলার নিয়ন্ত্রণ হারাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী।

আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার প্রক্রিয়া শুরু হওয়ার পর তালেবানের কাছে দেড় মাসে অর্ধশতাধিক জেলার নিয়ন্ত্রণ হারায় সরকারি বাহিনী।

স্থানীয় সময় রবিবার হোয়াইট হাউস মুখপাত্র জেন সাকি এক বিবৃতিতে বলেন, ‘সৈন্য প্রত্যাহার অব্যাহত থাকায় এ সফরকালে আলোচনায় যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের মধ্যে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের বিষয়ের ওপর বেশি গুরুত্ব দেওয়া হবে।’

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র আফগান জনগণের পক্ষে সহযোগিতা করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ এবং যুক্তরাষ্ট্রের জন্য হুমকি বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের কাছে আফগানিস্তান আর কখনো যাতে নিরাপদ স্বর্গে পরিণত না হয় সেটা নিশ্চিত করতে ওয়াশিংটন কাবুলের সঙ্গে অত্যন্ত আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

গত এপ্রিলে বাইডেন ঘোষণা দেন, আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২০তম বার্ষিকী পালনের দিন ১১ সেপ্টেম্বরের আগেই আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সব সৈন্য প্রত্যাহার করে নেওয়া হবে।

ওই হামলার ঘটনাকে কেন্দ্র করে সবচেয়ে দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়িয়ে পড়া মার্কিন সামরিক বাহিনী এ মাসের শুরুর দিকে জানায়, তারা ইতোমধ্যে অর্ধেকেরও বেশি সৈন্য প্রত্যাহার করে নিয়েছে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?