অনলাইন ডেস্ক, ২১ জুন।। চার বছর আগে স্বাধীনতার জন্য স্পেনে আন্দোলনের ডাক দেয়া ৯ বিচ্ছিন্নতাবাদী কাতালান রাজনীতিবিদকে ক্ষমা করার ঘোষণা দিয়েছেন স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। বার্সেলোনায় ভাষণ দেয়ার সময় সোমবার এই ঘোষণা দেন পেদ্রো। তিনি জানান, মঙ্গলবার মন্ত্রিসভা থেকে ক্ষমার আদেশ অনুমোদন করা হবে।
কাতালানের স্বাধীনতার দাবিতে ২০১৭ সালে আন্দোলনের কারণে কিছু বিচ্ছিন্নতাকারীকে কারাদণ্ড দেয়া হয়। ‘রিইউনিয়ন: অ্যা প্ল্যান ফর দ্য ফিউচার ফর অল স্পেন’শিরোনামের আয়োজনে ভাষণ দেন পেদ্রো। এছাড়া আগামী ৩০ জুন পার্লামেন্টে এ উদ্যোগকে সমর্থন করে সানচেজের বক্তব্য দেয়ার কথা রয়েছে। এ ক্ষমার উদ্যোগের বিরোধিতা করছেন ৫৩ শতাংশ স্প্যানিশ।
তবে ৬৮ শতাংশ কাতালান এর পক্ষে রয়েছে। গত ১৩ জুন সেন্ট্রাল মাদ্রিদে হাজার হাজার লোক ক্ষমা প্রদর্শনের বিপক্ষে সমাবেশ করে। ২০১৭ সালে স্পেনের উত্তর পূর্বাঞ্চলীয় কাতালানের স্বাধীনতাকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে ওঠে।
সে সময়ে স্বাধীনতার জন্য ডাকা গণভোট স্প্যানিশ সরকার নিষিদ্ধ করে। তবু গণভোটের পর স্বল্প সময়ের জন্য কাতালান স্বাধীনতা ঘোষণা করে। যা বড় ধরনের রাজনৈতিক সংকটের জন্ম দেয়।