স্টাফ রিপোর্টার, আগরতলা, ২০ জুন।। করোনা ভাইরাস সংক্রমণ কিছুটা কমলেও পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। সে কারণেই আগরতলা পুরনিগম এলাকাসহ রাজ্যের বারোটি নগর এলাকায় এখনও করোণা কারফিউ জারি রয়েছে।
করোনা কারফিউ জারি করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা রীতিমতো চ্যালেঞ্জ এর বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেননা একাংশের মানুষজন সামাজিক দূরত্ব বজায় রাখতে চাইছেন না।
সংখ্যায় ক্ষুদ্র হলেও একাংশের মানুষজন মাক্স পড়ে ধারণ করছে না। ফলে সংক্রমণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। বাজার হাট দোকানপাট এবং রাস্তাঘাটে অবাধে চলাফেরা করার প্রবণতা অব্যাহত রয়েছে। সরকার ও প্রশাসন জরুরি প্রয়োজন ছাড়া জনগণকে অবাধে চলাফেরা করতে বারণ করেছে।
কিন্তু একাংশের মানুষ আইন-কানুনের তোয়াক্কা না করেই অবাধে চলাফেরা করছে। বাজার হাটে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে চাইছে না, মাক্স পরিধান করতে চাইছে না। তাদের কাছ থেকে জরিমানা আদায় করেও সচেতন করা সম্ভব হচ্ছে না।
সে কারণে রাজধানী আগরতলা শহরের মহারাজগঞ্জ বাজার সহ অন্যান্য বাজারগুলিতে স্বেচ্ছাসেবকরা জনগণকে সচেতন করতে উদ্যোগ গ্রহণ করেছে। রবিবার মহারাজগঞ্জ বাজারে স্বেচ্ছাসেবকরা জনগণকে বাজারে প্রবেশের ক্ষেত্রে সেনিটাইজার দিয়ে সাইজ করতে পরামর্শ দিয়েছে।
মাক্স ছাড়া কাউকে বাজারে প্রবেশ করতে দেওয়া হয়নি। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য স্বেচ্ছাসেবীরা নজরদারি বৃদ্ধি করেছে। এ ধরনের প্রয়াস আগামী দিনগুলিতে অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।