উদয়পুরে পৃথক দুটি দুর্ঘটনায় গুরুতর আহত দুই জন

স্টাফ রিপোর্টার, উদয়পুর, ১৯ জুন।। পৃথক দুটি দুর্ঘটনায় গুরুতর আহত দুই জন৷ প্রথমটি শনিবার সাত সকালে বাইক এবং মারুতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন বাইক চালক৷

জানা যায় এদিন সকালে ধবজনগর পুলিশ লাইন-খুপিলং সড়কে আসাম রাইফেলস ক্যাম্পের সামনে টিআর ০১ এজে ০২৯১ নম্বরের মারুতি ভ্যান গাড়ি খুপিলং থেকে উদয়পুর দিকে যাবার সময় অপর দিক থেকে আসা টিআর০৩ এফ ৪৯৮০ নম্বরের একটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়৷

এতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে বাইক চালক৷ প্রত্যক্ষদর্শীরা উদয়পুর ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস দপ্তরে খবর দিলে দপ্তরের কর্মীরা ছুটে এসে আহত যুবককে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়৷

বাইক চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জিবিপি হাসপাতালে রেফার করা হয়৷ এদিকে সন্ধ্যায় পুলিশ ফাঁড়ির সামনে জাতীয় সড়কে এফসিআই এর ধান বোঝাই ট্রাকের সাথে একটি যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষ হয়৷ এতে অটো চালক গুরুতর আহত হন৷

কিছু সময় পর ফাঁড়ির গাড়ি করে আহত যুবককে গোমতী জেলা হাসপাতালে পাঠানো হয়৷ উল্লেখ্য, বর্তমানে করোনা কারফিউ চলাকালীন সময়ে গোমতী ও দক্ষিণ জেলার শুরুতে বাগমা ফাঁড়ি সামনে করা হয় পুলিশের নাকা পয়েন্ট৷

এই নাকা পয়েন্ট চেকিং চলে প্রতিনিয়ত৷ অভিযোগ, সন্ধ্যায় থানার সামনে পর্যাপ্ত পরিমাণ আলোর ব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত ঘটে চলছে দুর্ঘটনা৷ শনিবার একই ভাবে পর্যাপ্ত আলো না থাকার জন্য একটি এফসিআই ধান বোঝাই গাড়ির মধ্যে সজোরে ধাক্কা মারে টিআর ০৩ এ ২৯৬৪ নম্বরের যাত্রীবাহী অটোটি৷

এদিকে এলাকাবাসীর অভিযোগ গত বছর এই ফাঁড়ির সামনে সাত সকালে এক টিএসআর জওয়ান নাকা পয়েন্টে ধাক্কা খেয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়েছিল৷ অভিযোগ, নাকা পয়েন্টে লাগানো বাঁশের মধ্যে কোন ধরনের সতর্কতামূলক চিহ্ণ না থাকায় এই ধরনের দুর্ঘটনা ঘটছে৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?