করোনাভাইরাস সংক্রমণের তৃতীয় ঢেউয়ে নাকাল অবস্থা আফ্রিকার

অনলাইন ডেস্ক, ২০ জুন।। করোনাভাইরাস সংক্রমণের তৃতীয় ঢেউয়ে নাকাল অবস্থা আফ্রিকার। এ মহাদেশের আশঙ্কাজনক হারে বেড়ে গেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, আফ্রিকায় কভিড সংক্রমণের সংখ্যা অর্ধ কোটি ছাড়িয়ে গেছে। এ পর্যন্ত মারা গেছে ১ লাখ ৩৬ হাজারের বেশি মানুষ।

আফ্রিকা বিষয়ক বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক মাতশিদিসো মোয়েতি বলেন, “আফ্রিকায় করোনার তৃতীয় সংক্রমণ এখন পূর্ণ বিকশিত। এই বর্ধিত সংক্রমণ মোকাবিলায় আমাদের সবাইকে এখন জরুরি ব্যবস্থা নিতে হবে। আমরা দেখেছি ভারতে নতুন আগ্রাসী ভাইরাস কীভাবে ছড়িয়েছে এবং স্বাস্থ্য কর্মকর্তাদের বিস্মিত করেছে। ”

আরও বলেন, গত সপ্তাহে আফ্রিকা মহাদেশ জুড়ে নতুন সংক্রমণ প্রায় ৩০ শতাংশ এবং মৃতের সংখ্যা ১৫ শতাংশ বেড়ে গেছে।

দক্ষিণ আফ্রিকা, তিউনিসিয়া, জাম্বিয়া, উগান্ডা ও নামিবিয়া এই পাঁচ দেশে রয়েছে মহাদেশটির সংক্রমিত ৭৬ শতাংশ মানুষ।

মোয়েতি বলেন, আফ্রিকা জুড়ে সংক্রমণের বাড়ার সঙ্গে সঙ্গে জরুরি ভিত্তিতে ভ্যাকসিন পেতে হবে।

আফ্রিকার ১ কোটি ২০ লাখ মানুষ ইতিমধ্যে দুটি ডোজ পেয়েছেন, যা মহাদেশটি ১০০ কোটি ৩০ লাখ জনগণের মাত্র এক শতাংশ।

আরও বলেন, এ যাবৎ সবচেয়ে আগ্রাসী ভারতীয় (ডেল্টা) ভেরিয়্যান্টের উপস্থিতি পাওয়া গেছে আফ্রিকার ১৪টি দেশে। তবে বেটা ও আলফা ভাইরাসের উপস্থিতি রয়েছে ২৫টির বেশি দেশে।

এ দিকে পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় দ্রুত সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় প্রধানমন্ত্রী ওয়েরি মুসাভেনি ৪২ দিনের লকডাউন জারি করেছেন। শুক্রবার এক ভাষণে তিনি এ কথা জানান।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?