স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ২০ জুন।। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানা এলাকার উত্তর মহারানীপুরে তিন যুবককে চোর সন্দেহে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। নিহত তিন যুবকের বাড়ি সোনামুড়া এলাকায় বলে জানা গেছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার বিবরণে জানা যায় তিন যুবক উত্তর মহারানী পুর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। তখনই স্থানীয় লোকজনরা তাদেরকে আটক করে।
তাদেরকে আটক করে বেধড়ক মারধর করা হয়। তাতে তিন যুবক গুরুতর ভাবে আহত হয়। ঘটনার খবর পেয়ে মুঙ্গিয়াকামী থানার পুলিশ এবং দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে আসে। সেখানথেকে রক্তাক্ত অবস্থায় তিন যুবককে উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসা হয়।
গণপ্রহারে আহতদের অবস্থা সঙ্কটজনক হওয়ায় তেলিয়ামুড়া হাসপাতাল থেকে তাদেরকে জিবিতে স্থানান্তর করা হয়। জিবি হাসপাতালে নিয়ে আসা হলেও তাঁদেরকে শেষ রক্ষা করা যায়নি। চিকিৎসাধীন অবস্থায় জিবি হাসপাতাল এ তিনজনের মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে নিহতদের পরিবারের লোকজন রা জিবি হাসপাতালে ছুটে আসেন। তারা কান্নায় ভেঙ্গে পড়েন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মঙ্গিয়া কামে থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।
তবে এখনো পর্যন্ত এই ঘটনায় জড়িত কাউকে আটক করতে সক্ষম হয়নি পুলিশ। গরু চোর সন্দেহে তিন যুবককে পিটিয়ে হত্যার ঘটনাকে কেন্দ্র করে উত্তর মহারানী পুর সহ পার্শ্ববর্তী এলাকা গুলোতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অনেকেই এই ঘটনাকে মানবাধিকার লঙ্ঘনের অন্যতম নজির বলে আখ্যায়িত করেছেন। যারা গরু চোর সন্দেহে তাদেরকে পিটিয়ে হত্যা করেছে তাদের বিরুদ্ধে আইন হাতে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।
ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।