স্টাফ রিপোর্টার, খোয়াই, ১৯ জুন।। পেট্রোপণ্য ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার খোয়াইয়ে প্রতিবাদ বিক্ষোভ সংঘটিত করেছে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন।পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির ফলে সাধারণমানুষ জটিল সমস্যার সম্মুখীন হয়েছেন। যানবাহনে পরিবহন ভাড়া বৃদ্ধির পাশাপাশি নিত্য প্রয়োজনীয় সামগ্রী মূল্য বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। কেন্দ্রীয় সরকার জ্বালানির মূল্য নিয়ন্ত্রণে রাখার কোনো উদ্যোগ গ্রহণ করছে না।
জ্বালানি সরবরাহকারী সংস্থাগুলি ক্রমাগত পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধি করেছে। সেইসঙ্গে সরকারি টেক্স ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ফলে সমস্যা দিনের পর দিন জটিল হচ্ছে। বিরোধী রাজনৈতিক দলগুলি জ্বালানির মূল্য নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়ে ইতিবাচক সাড়া পাচ্ছে না। কেন্দ্রীয় সরকারের নেতিবাচক মনোভাবের প্রতিবাদ জানিয়ে এবং অবিলম্বে জ্বালানির মূল্যহ্রাসের দাবিতে দেশব্যাপী আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে ডিওয়াইএফআই বিভাগীয় কমিটির পক্ষ থেকে খোয়াই শহরের কবিগুরু পার্কে রবীন্দ্র মূর্তির পাদদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।এদিনের বিক্ষোভ কর্মসূচিতে সামিল ছিলেন ছাত্র যুবরা।
দাবী সম্বলিত পোস্টার প্লেকার্ড গলায় ঝুলিয়ে হাতে হাতে পতাকা নিয়ে সবাই সম্মিলিত কন্ঠে শ্লোগানে গলা মেলান। বক্তব্য রাখেন ডি ওয়াই এফ আই-র বিভাগীয় সম্পাদক গৌতম পাল। তিনি কেন্দ্রীয় সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেন। আন্দোলন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে সামিল ছিলেন গণ আন্দোলনের নেতা বিধায়ক নির্মল বিশ্বাস , প্রাক্তন যুবনেতা বিদ্যুৎ ভট্টাচার্য ও সংগঠনের বিভাগীয় সভানেত্রী মল্লিকা শীল।