সাঙ্গাকারাকে টপকে ২১ শতকে টেস্ট ক্রিকেটে সেরা ব্যাটসম্যানের স্বীকৃতি পেয়েছেন শচীন

অনলাইন ডেস্ক, ২০ জুন।। কুমারা সাঙ্গাকারাকে টপকে ২১ শতকে টেস্ট ক্রিকেটে সেরা ব্যাটসম্যানের স্বীকৃতি পেয়েছেন শচীন টেন্ডুলকার। একটি টিভি চ্যানেলের আয়োজনে সুনীল গাভাস্কারসহ কয়েক জন বিখ্যাত ধারাভাষ্যকার এই পুরস্কার ঘোষণা করেছেন।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সম্প্রচারকারী চ্যানেলের পক্ষ থেকে সমীক্ষাটি চালানো হয়েছিল। ২১ শতকের সেরা টেস্ট ব্যাটসম্যান বেছে নেওয়ার দায়িত্বে গাভাস্কারকে সঙ্গ দিয়েছেন ভি ভি এস লক্ষ্মণ, আকাশ চোপড়া ও ইরফান পাঠান।

এ বিষয়ে চ্যানেলটির পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে গাভাস্কার বলেন, ‘লড়াই বেশ কঠিন ছিল। সাঙ্গাকারা ও শচীন দুজনেই অনবদ্য। তবে এই পুরস্কার আমার প্রিয় শচীন পাচ্ছে। ’

১৯৮৯ সালে মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক মঞ্চে এসেছিলেন শচীন। সব আন্তর্জাতিক ম্যাচ মিলিয়ে ৩৪৩৫৭ রান করেছেন, যা শ্রীলঙ্কার সাবেক অধিনায়কের থেকে ৬০০০ বেশি।

২০০ টেস্টে ১৫৯২১ রানের পাশাপাশি ৪৬৩টি একদিনের ম্যাচে ১৮৪২৬ রান করেছেন মাস্টার ব্লাস্টার। টেস্টে ৫১টি ও একদিনের ম্যাচে ৪৯টি শতরান আছে তার। সব মিলিয়ে শতরানের মোট সংখ্যা ১০০।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?