অনলাইন ডেস্ক, ২০ জুন।। চলতি ইউরো কাপে প্রথম গোলের দেখা পেলেন রবার্ট লেভানডোস্কি। সুবাদে শক্তিশালী স্পেনকে রুখে শেষ ষোলোর আশা জিইয়ে রাখল তার দল পোল্যান্ড। অন্যদিকে সুইডেনের বিপক্ষে ড্রয়ে ইউরো মিশন শুরু করা স্পেনের জন্য কঠিন হয়ে গেল শেষ ষোলোর সমীকরণ। শনিবার রাতে সেভিলে ‘ই’ গ্রুপের ম্যাচে এগিয়ে গিয়েও পোল্যান্ডের সঙ্গে ১-১ ড্র করে স্পেন।
দলটিকে পুড়তে হয়েছে পেনাল্টি মিসের হতাশায়। রেকর্ড বলছে, ১৯৯৬ সালের পর এই প্রথম ইউরোতে নিজেদের প্রথম দুই ম্যাচে জয়হীন স্পেন।
জেরার্দ মরেনোর এসিস্ট থেকে ম্যাচের ২৫ মিনিটে আলভারো মোরাতা গোল করলে এগিয়ে যায় স্বাগতিক স্পেন। ৫৪ মিনিটে দারুণ এক গোলে পোল্যান্ডের হয়ে ম্যাচে সমতা টানেন লেভানডোস্কি।
৫৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন স্পেনের মরেনো। এগিয়ে যাওয়ার সুযোগ হারায় ইউরো কাপের তিনবারের চ্যাম্পিয়নরা। পরে এদিন শেষ পর্যন্ত আর যারা গোলই করতে পারেনি তারা।
দুই ম্যাচে দুই ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় স্থানে স্পেন। অন্যদিকে স্লোভাকিয়ার সঙ্গে ১-২ গোলে হেরে আসর শুরু করা পোল্যান্ড এই ড্রয়ের সুবাদে পেল ১ পয়েন্ট। টেবিলের চারে থাকলেও যাদের শেষ ষোলোর সম্ভাবনা এখনো রয়েছে।
৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে সুইডেন। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে স্লোভাকিয়া। বুধবার স্পেন খেলবে স্লোভাকিয়ার বিপক্ষে। আর পোল্যান্ড খেলবে সুইডেনের বিপক্ষে।