স্টাফ রিপোর্টার, আগরতলা, ২০ জুন।। রবিবার আগরতলায় ছাত্রযুন ভবনে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। ডিওয়াইএফআই ডিওয়াইএফ মোহন পুর অঞ্চল কমিটির পক্ষ থেকে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে মোট ২৫ জন স্বেচ্ছায় রক্ত দান করেন। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।
রক্তদান শিবিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার বলেন প্রতি সপ্তাহেই ছাত্র-যুব ভবনে এ ধরনের রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে রাজ্যের ব্লাড ব্যাংক গুলিতে রক্তের যথেষ্ট সংকট রয়েছে। রক্তের অভাবে জরুরী চিকিৎসা পরিষেবা বাধাপ্রাপ্ত হচ্ছে।
সে কারণেই ছাত্র-যুব সহ গণতন্ত্রপ্রিয় সকল অংশের মানুষজনকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা মানিক সরকার। তিনি বলেন এ ধরনের মানব সেবামূলক কাজে সকলকে এগিয়ে আসা প্রয়োজন। ছাত্র যুবকরা যেভাবে রক্তদানে এগিয়ে এসেছেন সে জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন মানিকবাবু।
প্রসঙ্গক্রমে তিনি বলেন মোহনপুর অঞ্চলের যুবকরা কেন আগরতলায় রক্তদান শিবির সংঘটিত করছে তার পেছনেও একটি কারণ রয়েছে। তিনি বলেন মোহনপুর এলাকায় গণতান্ত্রিক পরিবেশ নেই। সেখানে রক্তদানের মতো মানবতাবাদী কাজকর্ম করা যাচ্ছে না। কিন্তু সেখানকার বাম ছাত্র যুবরা মানবতাবাদি কাজকর্মে পিছিয়ে নেই।
সে কারণেই তারা আগরতলায় ছাত্র-যুব ভবনে রক্তদান শিবিরের আয়োজন করেছে। মানবকল্যাণে সবধরনের বাধা-বিপত্তি উপেক্ষা করে রক্তদান সহ অন্যান্য সামাজিক কাজে এগিয়ে আসার জন্য ছাত্র-যুবকদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন।
পাশাপাশি রক্ত দানের মতো মহৎ কাজে যারা বাধা সৃষ্টি করছে আক্রমণ সংগঠিত করছে তাদের নিন্দা ও ধিক্কার জানিয়েছেন বিরোধীদলীয় নেতা মানিক সরকার। রক্তদান শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সভাপতি এবং রাজ্য সম্পাদক নবারুণ দেব সহ অন্যান্যরা।