অনলাইন ডেস্ক, ২০ জুন।। এক বছরের বেশি সময় ধরে চলছে করোনার লকডাউন। এ কারণে আর পাঁচজন শিক্ষার্থীর মতো সমস্যায় পড়তে হয়েছে মালাইকা আরোরার ছেলে আরহান খানকেও।
লকডাউনের মাঝে স্কুলজীবন শেষ করেছিলেন আরহান। উচ্চশিক্ষার জন্য বিদেশ পাড়ি দেওয়ার কথা ছিল।
কিন্তু মহামারির মাঝে সে সুযোগ মেলেনি। পাশাপাশি ছেলেকে সেই মুহূর্তে বাইরে পাঠাতে রাজি ছিলেন না মাও। তাই একটা বছর কেটেছে বাড়িতে বসেই। যদিও মায়ের পরামর্শে আরহান তা কাটিয়েছেন কঠোর নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকা আরোরা নিজেই জানালেন সে কথা। মালাইকা ও আরবাজ খানের একমাত্র সন্তান আরহান খান। গত নভেম্বরে ১৮ বছরে পা রেখেছেন এ সেলিব্রিটি কিডস।
বাবা-মার বিচ্ছেদের পর মালাইকার সঙ্গেই থাকেন আরহান। যদিও তাকে প্রায়ই দেখা যায় খান-বাড়িতে। সালমান-সহ সবার সঙ্গে সময় কাটানো, পরিবারের নানা অনুষ্ঠানে যোগ দেন।
সম্প্রতি ছেলের পড়াশোনা থেকে এক বছরের লম্বা সময় নষ্ট নিয়ে কথা বলেন মালাইকা। এক সাক্ষাৎকারে জানান, “আমি স্পষ্ট করে বলে দিয়েছিলাম, বাড়িতে শুয়ে-বসে থাকলে চলবে না। বরং, নতুন নতুন জিনিস শিখতে হবে। ”
আরও জানান, একদম প্রথমে আরহান লকডাউনকে ছুটির মতো উপভোগ করছিল। তারপরই নিজেকে একটা রুটিনের মধ্যে নিয়ে আসে। সময় মতো ঘুম থেকে ওঠা, খাওয়াদাওয়া করা, নতুন নতুন জিনিসের মধ্যে নিজেকে যুক্ত রাখা।
মায়ের মতো নিয়মিত শরীরচর্চা করেন আরহান। মালাইকাই তাকে শিখিয়েছেন, মহামারি জয় করতে শরীরচর্চার কতটা গুরুত্ব রয়েছে।
তবে ছেলের সঙ্গে সময় কাটানোর অনেক সুযোগ পেয়েছেন এই লকডাউনের কারণে। এই সময় পরবর্তীতে দু’জনের জন্যই স্মরণীয় হয়ে থাকবে বলেই মনে করছেন বলিউডের জনপ্রিয় আইটেম গার্ল।