অনলাইন ডেস্ক, ২০ জুন।। বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ নতুন প্রেমে পড়েছেন। শুধু তাই নয়, নতুন প্রেমিকের সঙ্গে একই বাড়িতে থাকার সিদ্ধান্তও নিয়েছেন তিনি।
নিজেদের থাকার জন্য বেছে নিয়েছেন সমুদ্রের কাছাকাছি বিলাসবহুল একটি বাড়ি। জানা যায়, বাড়িটির দাম প্রায় ১৭৫ কোটি টাকা। জানা যায়, জ্যাকুলিনের প্রেমিক একজন দক্ষিণ ভারতীয় ব্যবসায়ী। অনেক দিন ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন তারা।
এমনকি নিজেদের প্রেমকে পরিণতি দেওয়ার কথাও ভাবছেন জ্যাকুলিন এবং তার প্রেমিক। তাই খুব দ্রুতই নতুন বাড়িতে একসঙ্গে থাকবেন তারা।
নতুন বাড়ি সাজিয়ে তোলার জন্য ফ্রান্সের একজন ডিজাইনারের সঙ্গে যোগাযোগ করেছেন তারা। প্রেম নিয়ে মিডিয়াপাড়ায় গুঞ্জন চললেও এ বিষয়ে কোন মন্তব্য করেননি জ্যাকুলিন।