অনলাইন ডেস্ক, ২০ জুন।। বিভিন্ন রসালো ফলের সমাহার নিয়ে চলছে মধুমাস। এই মাসে কাটা ফলের গন্ধ পেলেই এসে হাজির হয় মাছি। আর তাদের গায়ের সঙ্গে আসে একগাদা জীবাণু। সেই ফল খেয়ে উপকার যতটা হয়, ক্ষতিও হয় ততটাই।
কোনো রাসায়নিক ব্যবহার না করেই মাছির উৎপাত থেকে রক্ষা পাবেন কী করে? জেনে নিন সেই উপায়—
সাবান আর ভিনিগার- বাসন মাজার সাবান আর ভিনিগার একটা পাত্রে মিশিয়ে কাটা ফলের পাশে রেখে দিন। এই গন্ধে মাছি পালাবে না। বরং এর নেশায় ছুটে এসে টপাটপ পড়বে পাত্রের মধ্যে।
ফল আর ভিনিগার- কোনো একটা পাকা ফলের সঙ্গে ভিনিগার মিশিয়ে নিন। এই গন্ধ মাছির খুব প্রিয়। এবার এই মিশ্রন একটা সরু মুখের বোতলে ঢেলে নিন। বোতলের মুখে কাগজ পাকিয়ে চোঙার মতো করে আটকে দিন। মাছি ওই পথে ঢুকবে। কিন্তু বেরোতে পারবে না।
কর্পূর- যেখানে ফল কেটে রাখবেন, তার চার পাশে একটু কর্পূর ছড়িয়ে দিন। এই গন্ধে মাছি আর আসবে না।