অনলাইন ডেস্ক, ২০ জুন।। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ডেনমার্কের অনুশীলনে ঢুকে সবাইকে চমকে দিয়েছেন ক্রিশ্চিয়ান এরিকসেন। ফিনল্যান্ডের বিপক্ষে ইউরো কাপের ম্যাচে হার্ট অ্যাটাক করা এই ফুটবলারের সতীর্থরা জানিয়েছেন শুক্রবার তিনি রিলিজ পান।
ইএসপিএন ফুটবলের প্রতিবেদনে বলা হয়েছে, অনুশীলনের মাঝামাঝি সময়ে এরিকসেন মাঠে আসেন। একে একে সবাইকে জড়িয়ে ধরেন।
মিডফিল্ডার ক্রিশ্চিয়ান নরগার্ড এবং ডিফেন্ডার জোয়াকিম মাহেলে বলছেন, হঠাৎ এরিকসেনকে মাঠে দেখে তারা চমকে যান।
নরগার্ড গণমাধ্যমকে বলেন, ‘ওর আসার কথা আমি জানতাম না। দেখে ভালো মনে হয়েছে। গোটা দলের জন্য এটি স্বস্তির খবর। ’
২৯ বছর বয়সী এরিকসেনের হার্টে আইসিডি বসিয়েছেন চিকিৎসকেরা। ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধের জন্য ডিভাইসটি বসানো হয়েছে। এর মাধ্যমে হার্টের পরিস্থিতি মনিটর করা যায়।
এরিকসেন এদিন তার সঙ্গী এবং দুই সন্তান নিয়ে মাঠে প্রবেশ করেন। বাসায় যাওয়ার আগে দলের সঙ্গে লাঞ্চ করেন।
ডেনমার্ক প্রথম দুই ম্যাচে ফিনল্যান্ড এবং বেলজিয়ামের বিপক্ষে হেরেছে। রাশিয়ার সঙ্গে সামনের ম্যাচ জিতলে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ থাকবে।