স্টাফ রিপোর্টার, বিলোনিয়া, ২০ জুন।। বিজেপি দিব্যাঙ্গ সেলের উদ্যোগে আজ বিলোনিয়া মন্ডল কার্যালয়ে নবনির্বাচিত সভাপতি গৌতম সরকারকে বরণ করা হয়। এছাড়া অনুষ্ঠিত হয় ভারতীয় জনতা দিব্যাঙ্গ সেলের দক্ষিণ জেলা সাংগঠনিক বৈঠক।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি দিব্যাঙ্গ সেলের রাজ্য সভাপতি রাজীব ঘোষ ,রাজ্য কমিটির সদস্য অলক আচার্জী, বিপুল ভৌমিক এবং বিলোনিয়া বিধানসভার বিধায়ক অরুণ ভৌমিক সহ অন্যান্য নেতৃবৃন্দ। সাংগঠনিক সভায় আগামী দিনে দিব্যাঙ্গ সেলের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
যার মধ্যে উল্লেখযোগ্য প্রতিটি বিধানসভা কেন্দ্রে প্রতিটি বুথ ভিত্তিক, বিধানসভা ভিত্তিক দিব্যাঙ্গদের তালিকা তৈরি করা এবং তাদেরকে আর্থিক এবং সামাজিকভাবে সমৃদ্ধশালী করে তোলার কর্মসূচি গ্রহণ করা হয়। সংবাদমাধ্যমের এক প্রশ্নের জবাব দিতে গিয়ে রাজ্য সভাপতি দিব্যাঙ্গ সেলের রাজীব ঘোষ জানান যে দিব্যাঙ্গ দেব সামাজিক ভাতা ২০০০ টাকা করার লক্ষ্যে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন তাতে দিব্যাঙ্গ লোকেরা অনেক উপকৃত হবেন।
তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বিজেপি দলের কাছে যে দীর্ঘ বছর ধরে দিব্যাঙ্গদের বিকলাঙ্গ বলে অভিহিত করে তাদেরকে রাজনৈতিক-সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে যে ভাবে হেয় প্রতিপন্ন করা হত তা থেকে এই সেলের মাধ্যমে মুক্তি পেয়েছেন তারা ।এখন একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করার সামাজিক যে সম্মান পেয়েছেন তা অত্যন্ত আনন্দ দায়ক বলে তিনি জানান।
ডিডিআরসির সার্টিফিকেট প্রদানের ক্ষেত্রে বিভিন্ন সুযোগ প্রদানের ক্ষেত্রে যে তালবাহানার শিকার হতে হচ্ছে সেই বিষয়ের অভিযোগের উত্তর দিতে গিয়ে তিনি জানান যে আগামী দিনে তারা অভিযোগের সত্যতা যাচাই করবেন এবং রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও মন্ত্রীর সাথে দেখা করে ও মুখ্যমন্ত্রীর কাছে সাক্ষাতের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করবেন ।
আগামী দিন যাতে ডিডিআরসি নিয়ে আর কোন অভিযোগ শুনতে না হয় তার দিকে তিনি নজর দেবেন বলে জানান।