বড় টুর্নামেন্টে পর্তুগালের বিপক্ষে আরেকটি জয় জার্মানির

অনলাইন ডেস্ক, ২০ জুন।। বড় টুর্নামেন্টে পর্তুগালের বিপক্ষে আরেকটি জয় জার্মানির। যে জয়ের সুবাদে হার দিয়ে ইউরো কাপ শুরু হলেও শেষ ষোলোর লড়াইয়ে টিকে থাকল দলটি।

শনিবার ‘মৃত্যুকূপ’ খ্যাত ‘এফ’ গ্রুপের ম্যাচে ইউরোর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগালকে ৪-২ গোলে হারিয়েছে জার্মানি। বিশ্বকাপ ও ইউরো মিলে সবশেষ পাঁচ দেখাতেই পর্তুগালকে হারাল জার্মানি।

২০০০ সালে ইউরোয় পর্তুগালের বিপক্ষে হেরেছিল জার্মানরা। এরপর বিশ্বকাপ ও ইউরোয় প্রতিবারই জয়ের হাসি হেসেছে জার্মানিই।

মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় এদিন ক্রিস্তিয়ানো রোনালদো ম্যাচের ১৫ মিনিটেই পর্তুগালকে এগিয়ে দিয়েছিলেন। কিন্তু পর পর দুটি আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে তারা। শেষমেশ মোট ৬ গোলের ম্যাচে থ্রিলার জিতে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি।

অন্যদিকে নিজে গোল করে ও সতীর্থকে দিয়ে গোল করিয়েও পরাজিত দলে থাকতে হয় রোনালদোকে।

এই জয়ের সুবাদে জার্মানি দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তলানি থেকে গ্রুপের দ্বিতীয় স্থানে ওঠে এলো। সমান ম্যাচে এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ফ্রান্স। এদিন আগের ম্যাচে ফ্রান্সকে ১-১ গোল রুখে দেয় হাঙ্গেরি।

‍বুধবার ফ্রান্স ও পর্তুগাল মুখোমুখি হবে। অন্যদিকে জার্মানি লড়বে হাঙ্গেরির সঙ্গে। সেদিনই ঠিক হবে কোন দুই দল ‘এফ’ গ্রুপ থেকে পাবে শেষ ষোলোর টিকিট।

দেয়ালে পিঠ ঠেকে যাওয়া জার্মানি ম্যাচের শুরু থেকেই আক্রমণ শুরু করে। পাঁচ মিনিটের মাথায় গোলও পেয়ে যায় থমাস মুলাররা। কিন্তু অফ সাইডে থাকায় গনাব্রির করা সেই গোল বাতিল হয়ে যায়। এতে আরো মরিয়া হয়ে ওঠে জার্মানি।

পর্তুগিজ ডিফেন্সে একের পর এক ঝাঁজালো আক্রমণ করতে থাকে থাকে সাদা-কালো জার্সিতে মাঠে নামা জার্মানরা। যার পাল্টা সুযোগ নিয়ে নেয় পর্তুগাল। প্রতি আক্রমণে উঠে দিয়েগো জোটার সঙ্গে দুর্দান্ত বোঝাপড়ায় ম্যাচের প্রথম গোলটি করেন রোনালদো। ইউরো কাপে এটি তার রেকর্ড ১২তম গোল।

এরপর ৪-১-৪-১ ছকে দল সাজিয়ে মাঠে নামা পর্তুগালের ওপর খোঁচা খাওয়া বাঘের মতো ঝাঁপিয়ে পড়েন জোয়াকিম লোর জার্মানি। টনি ক্রুজদের অল আউট অ্যাটাকে ছত্রভঙ্গ হয়ে পড়ে পর্তুগালের ডিফেন্স।

বড় ম্যাচে চাপে পড়ে ভুল করে বসে তারা। সুবাদে ম্যাচের ৩৫ এবং ৩৯ মিনিটে যথাক্রমে রুবেন দিয়াস ও রাফায়েল গুয়েরেইরোর আত্মঘাতী গোলে এগিয়ে যায় জার্মান শিবির। ২-১ গোলে পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করতে হয় ইউরোর ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।

দ্বিতীয়ার্ধে আরো ভয়ংকর হয়ে ওঠে জার্মানি। ধারালো আক্রমণে পর্তুগিজ ডিফেন্সকে ফালাফালা করতে থাকেন থমাস মুলার, ম্যানুয়েল নয়ারের দল। এই অর্ধে গোল পেতেও খুব বেশি অপেক্ষা করতে হয়নি সাদা-কালো জার্সিধারীদের। ৫১ মিনিটে কাই হাভার্টজের গোলে ব্যবধান বাড়ায় জার্মানি। ৬০ মিনিটে রবিন গোসেন্সের গোলে ম্যাচে জোয়াকিম লোর দলের জয় কার্যত নিশ্চিত হয়ে যায়।

তবে এখানেই হাল ছাড়েনি পর্তুগাল। ৪ গোল হজম করে ফের প্রতি আক্রমণে উঠতে শুরু করেন রোনালদোরা। একাধিকবার গোলের কাছ থেকে ফিরে যেতে হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।

তবে ৬৭ মিনিটে দিয়েগো জোটার গোল পর্তুগাল শিবিরকে আশার আলো দেখায়। স্বাভাবিকভাবেই তাতে চাপ বাড়ে জার্মানির ওপর। লড়াই চলে শেষ মিনিট পর্যন্ত। তবে খেলার বিচারে সেরা দল হিসেবেই প্রাপ্য জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানি।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?