অনলাইন ডেস্ক, ২০ জুন।। তালেবানদের প্রভাব বাড়তে থাকার মুখে নিরাপত্তা বিষয়ক দুই মন্ত্রীকে সরিয়ে দিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি।
আল-জাজিরা বলছে, গত কয়েক সপ্তাহে তালেবান যোদ্ধারা আফগানিস্তানের ৪০টি জেলা দখল করেছে।
শনিবার বিবৃতিতে বলা হয়েছে, জেনারেল বিসমিল্লাহ খান মোহাম্মদী নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।
আসাউদুল্লাহ খানকে সরিয়ে বিসমিল্লাহ খানকে দায়িত্ব দেয়া হয়েছে। ২০১৮ সাল থেকে প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন তিনি।
অন্যদিকে জেনারেল আবদুল সাত্তার মির্জাকওয়ালকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। এর আগে কয়েকটি আঞ্চলিক দায়িত্বে ছিলেন তিনি।
তালেবানের সঙ্গে আফগানিস্তানের শান্তির প্রকাশ্য-অপ্রকাশ্য বিভিন্ন প্রচেষ্টা চলে আসছে। কিন্তু লাভ খুব একটা হচ্ছে না। ওদিকে দেশটি থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র। এরপর থেকে আবার সংগঠনটি মাথাচাড়া দিয়ে উঠছে।
পাকিস্তানেও তালেবান বেশ শক্তিশালী ও ব্যাপক সক্রিয়। তারা উত্তর-পশ্চিম পাকিস্তানের বিস্তীর্ণ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে।
দেশটিকে অস্থিতিশীল করে তোলার হুমকি দিয়ে আসছে তারা। পাকিস্তানের বিভিন্ন এলাকায় নানা সময় বহু আত্মঘাতী ও অন্যান্য হামলা চালিয়েছে বলেও তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
গত এপ্রিলের মাঝামাঝি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেন।
বাইডেনের ঘোষণা অনুযায়ী, ১ মে থেকে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু। আর আগামী ১১ সেপ্টেম্বরের আগেই আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা যুক্তরাষ্ট্রে ফিরে আসবে।