স্টাফ রিপোর্টার, মোহনপুর, ১৯ জুন।। সিমনার বিদ্যাসাগর গ্রামের বৈরাগীপাড়ায় জুয়ার আসরে আক্রান্ত হয়েছেন এক ব্যক্তি। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। জুয়ার আসর থেকে ছেলেকে ফিরিয়ে আনতে গিয়ে জুয়ার আসরে থাকা ছেলের বন্ধুদের হাতে আক্রান্ত বাবা ইন্দ্রজিৎ সরকার।
ঘটনা সিমনার বিদ্যাসাগর গ্রামের বৈরাগী পাড়াতে।দফায় চলে মারপিট।লিখিত অভিযোগ দায়ের করা হয় সুন্দরটিলা ফাঁড়িতে। অভিযুক্তদের নাম ধামও জানানো হয়েছে পুলিশকে।জানা যায় ঝামেলার সূত্রপাত গতকাল গভীর রাত থেকে।চলতে থাকে তা শনিবার দিন দুপুর পর্যন্ত।বৈরাগী পাড়ার প্রদীপ সরকার বাড়িতে বসেছিল জুয়ার আসর । আসরথেকে ইন্দ্রজিৎ সরকার উনার ছেলে গৌতম সরকারকে আনতে গেলে সেখানের জুয়ার আসরে থাকা রাহুল দেবের নেতৃত্বে পাঁচ জনের মতো জুয়ারি দা লাঠি সোটা নিয়ে হামলা চালায় ইন্দ্রজিৎ সরকারের উপর।দায়ের আঘাত লাগে ইন্দ্রজিতের মাথায়।
পিটিয়ে হাত ভেঙে দেওয়া হয় ।লাঠি দিয়ে আঘাত করে শরীরের নানা স্থানে।আহত ইন্দ্রজিৎ সরকারকে প্রথমে কাতলামারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে সিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সুন্দরটিলা ফাঁড়ির পুলিশ শনিবার সকাল থেকে বৈরাগী পাড়ার উশৃংখল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ফের যে কোন সময় হিংসাত্মক কার্যকলাপ সংগঠিত হওয়ার আশঙ্কা রয়েছে।