স্টাফ রিপোর্টার, বিলোনিয়া, ১৯ জুন।। বিদ্যুৎ নিগমের গাফিলতির ফলে রাজ্যের বিভিন্ন স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অকালে প্রাণ হারাতে হচ্ছে অবলা প্রাণীদেরকেও। পরপর এসব ঘটনা ঘটলেও বিদ্যুৎ নিগম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে না। বিদ্যুৎ দপ্তর এর গাফিলতির কারণে মৃত্যু হল একটি নিরীহ গৃহপালিত প্রাণীর। ঘটনা বিলোনিয়া পুর পরিষদের অন্তর্গত আর্য সমাজ এলাকায়।
জানা যায়, আর্য সমাজ এলাকায় রাস্তার পাশে বিদ্যুতের লাইনের খুঁটি বসানোর পর খুটি যাতে পড়ে না যায় তার জন্য আলাদাভাবে তার দিয়ে মাটির সাথে টানা দেওয়া হয়। সেই টানার মধ্যে বিদ্যুৎ যাতে না আসে সেই ব্যাবস্থা না করেই বিদ্যুৎ নিগমের কর্মীরা দায়সারা ভাবে কাজ করে চলে যায়। ফলে এই টানার মধ্যেই বিদ্যুৎ সংস্পর্শে চলে আসে। এর ফলে গৃহপালিত গবাদিপশুটি বিদ্যুতের খুঁটির টানা তারের সংস্পর্শে আসতেই বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়।
বিলোনিয়া শহরের রাস্তার পাশে এমন অনেক পুরানো বিদ্যুতের খুঁটি সহ ট্রান্সফর্মার খুব বিপদজনক অবস্থায় রয়েছে। দপ্তরকে জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না। দপ্তরের গাফিলতির কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অকালে ঝরে যাচ্ছে। শুধু অবলা প্রাণী নয়, মানুষেরও বড় ধরণের বিপদ হতে পারে। এ দায় কি দপ্তর নেবে, প্রশ্ন উঠছে বার বার। বিদ্যুৎ নিগমকে এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে স্থানীয় জনগণের পক্ষ থেকে জানানো হয়েছে।