সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে রাজ্য সরকারকে কঠোর মনোভাব গ্রহণ করার জন্য দাবি জানিয়েছে আমরা বাঙালি

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৯ জুন।। ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে রাজ্য সরকারকে কঠোর মনোভাব গ্রহণ করার জন্য দাবি জানিয়েছে আমরা বাঙালি দল। রাজ্যে সন্ত্রাসী কার্যকলাপ ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আমরা বাঙালি দল। সন্ত্রাস বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে রাজ্য সরকারের কাছে আমরা বাঙালি দলের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে।

শিবনগর এ দলের রাজ্য কার্যালয়ে শুক্রবার সাংবাদিক সম্মেলনে আমরা বাঙালি দলের রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল বলেন ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনে তিপরাদল ক্ষমতাসীন হওয়ার পর থেকে প্রতিদিন সন্ত্রাস চলেছে। যারা সন্ত্রাস চালাচ্ছে তাদের বিরুদ্ধে সরকার ও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। বরং দোষীদের আড়াল করে বিরোধীদের ওপর দোষ চাপানো হচ্ছে।

ফলে অপরাধপ্রবণতা দিনের পর দিন বেড়েই চলেছে।তিপরাদলের সঙ্গে শাসকদলের কি গোপন আঁতাত রয়েছে কিনা তা জানতে জানতে চেয়েছে আমরা বাঙালি দল। যদি গোপন আঁতাত না থেকে থাকে তাহলে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না সেই প্রশ্ন তুলেছেন আমরা বাঙালি দলের রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল। তিনি অভিযোগ করেন,তিপরাদল মারাত্মকভাবে বাঙালি বিদ্বেষী হয়ে উঠতে শুরু করেছে। জেলা পরিষদ এলাকার সমস্ত বাংলায় লেখা সাইনবোর্ড তারা মুছে দিচ্ছে। তারা দাবি করে চলেছে জাতীয় সংগীত পরিবর্তনের।

তিনি বলেন বাঙালিরা মিলেমিশে থাকতে চাইছে। অথচ তারা হিংসার পথ বেছে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। বাংলা ভাষা কৃষ্টি-সংস্কৃতি ধ্বংস করে দেওয়ার চক্রান্তে লিপ্ত হয়েছে। এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে আমরা বাঙালি দল। রাজ্য সরকারকে এসব বিষয়ে কঠোর মনোভাব গ্রহণ করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছে আমরা বাঙালি দল। অন্যথায় রাজ্যে শান্তি সম্প্রীতি ঐতিহ্য বিনষ্ট হতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করা হয়েছে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?