স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৮ জুন।। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বিভিন্ন থানার পুলিশ কারফিউ আইনের লংঘন করে যারা শহরে বের হয়েছেন তাদের বিরুদ্ধে বিশেষ অভিযান করে৷ অভিযানে পুলিশের হাতে যারা আটক হয় তাদের অধিকাংশ ছেলে শিক্ষিত এবং প্রতিষ্ঠিত পরিবারের লোকজন৷ এদের মধ্যে অনেকেই ছিলেন সরকারি কর্মচারী এবং প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিক৷
কারফিউ আইন লংঘন করে শহরে বের হওয়ার কারণ জানতে চাইলে তাদের অনেকেই সাফ জানিয়ে দেন ডাক্তারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে তাদের সন্ধ্যায় হাঁটতে হয়৷ যারা বের হয়েছেন তাদের মধ্যে অনেকেই আবার মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ তুলে সাফ জানিয়ে দেন কারফিউ মধ্যে মুখ্যমন্ত্রী রোজ সন্ধ্যায় হাঁটতে বের হন৷ মুখ্যমন্ত্রীকে দেখা যায় নিরাপত্তারক্ষী সহ প্রায় ২০-২৫ জনকে সঙ্গে নিয়ে হাটাহাটি করতে৷
মুখ্যমন্ত্রী যেহেতু স্বাস্থ্যবিধি মেনে হাঁটাহাঁটি করেন তাই নাগরিকরাও উনাকে দেখে অনুপ্রাণিত হয়েছেন এবং স্বাস্থ্য চর্চার জন্য শহরে সন্ধ্যা ভ্রমণ তথা ইভিনিং ওয়ার্ক করেন৷ তবে পুলিশ তাদের অনেকের এসব দাবি এবং যুক্তির খারিজ করে তাদেরকে আটক করে থানায় পুরে দেয়৷
পুলিশের হাতে আটক হয় অনেকেই লজ্জায় মুখ ঢেখেছেন তো অনেকে আবার সাংবাদিকদের ক্যামেরার সামনে হাত নেড়ে নিঃসংকোচে হাসিমুখে পোজ দিয়েছেন৷ খবর লেখা পর্যন্ত পশ্চিম থানায় ২০ জনকে আটক করা হয়েছে৷ পূর্ব থানার পুলিশ অভিযান জারি রেখেছে৷ ধরপাকড় করছে এনসিসি থানা এবং এডি নগর থানার পুলিশও৷
প্রশাসনের নির্দেশ অমান্য করে যারাই দুপুর ২ টার পর পুর নিগম এলাকায় বের হয়ে কারফিউ আইন লঙ্ঘন করবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সদর মহকুমা পুলিশ আধিকারিক৷