অনলাইন ডেস্ক, ১৯ জুন।। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছে নিউজিল্যান্ড। বিশ্ব ক্রিকেকেটে ঐতিহাসিক ম্যাচটি শুরুর কথা শুক্রবার (১৮ জুন), সাউদাম্পটনে।
কিন্তু বৃষ্টির কারণে প্রথম দিন টসে নামতে পারেনি দুই দল। সাউদাম্পটনে দ্বিতীয়দিনও রৌদ্রহীন। তবে মাঠ শুকিয়েছে। যার ফলে টস হয়। অবশ্য বৃষ্টির বিষয়টি বিবেচনায় নিয়ে এই টেস্টের জন্য একদিন রিজার্ভ রাখা হয়েছে।
ড্র হলে দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।
ভারত একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, চেতশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিনচন্দ্রন অশ্বিন,ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, জসপ্রীত বুমরাহ।
নিউজিল্যান্ড একাদশ: টম লাথাম, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, হেনরি নিকোলস, বিজে ওয়াটলিং (উইটকেটরক্ষক), কলিন ডি গ্রান্ডহোম, কাইল জেমিসন, টিম সাউদি, নেইল ওয়াগনার, ট্রেন্ট বোল্ট।