বায়োপিক ‘ভাগ মিলখা ভাগ’-এর জন্য মিলখা সিংকে এক টাকা দেওয়া হয়েছিল

অনলাইন ডেস্ক, ১৯ জুন।। সদ্য প্রয়াত অ্যাথলেট মিলখা সিংকে অনেকেই চেনেন বলিউড নির্মিত বায়োপিক ‘ভাগ মিলখা ভাগ’-এর কল্যাণে। রাকেশ ওম প্রকাশ মেহরা পরিচালিত এ ছবির নাম ভূমিকায় ছিলেন ফারহান আখতার।

২০১৩ সালে মুক্তি পায় ‘ভাগ মিলখা ভাগ’। ব্যক্তিগত জীবন পর্দায় তুলে আনার অনুমতি দেওয়ায় মিলখাকে সম্মান জানাতে অভিনব উপহার দিয়েছিলেন পরিচালক। ১৯৫৮ সালে ছাপা একটি এক টাকার নোট দিয়েছিলেন মিলখাকে। সেই সালেই কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন তিনি।

পর্দায় মিলখার চরিত্র ফুটিয়ে তোলা ফারহান লেখেন, “প্রিয় মিলখাজি, বিশ্বাস করতে পারছি না আপনি আর নেই। আপনার থেকে যেটা পেয়েছি, সেটা হলো অদম্য জেদ। এমন একটা জেদ, যা একবার চেপে বসলে সফল না হওয়া পর্যন্ত ছাড়া যায় না। ”

“সত্যিটা হলো আপনি চিরকাল থাকবেন। আপনি একজন বড় মনের মানুষ যার পা সব সময় মাটিতে ছিল। আপনি একটা ভাবনা ছিলেন। আপনি স্বপ্ন ছিলেন।

আপনি দেখিয়েছিলেন নিষ্ঠা, কঠিন পরিশ্রম, সততা একজন মানুষকে কীভাবে মাটি থেকে আকাশের উচ্চতায় নিয়ে যেতে পারে। আমাদের জীবনকে স্পর্শ করে গিয়েছেন আপনি। যারা আপনাকে বাবা অথবা বন্ধু হিসেবে পেয়েছেন, তারা ধন্য। যারা পাননি তাদের কাছেও আপনি অনুপ্রেরণা এবং সাফল্যের বার্তা। আমার পুরো হৃদয় দিয়ে আপনাকে ভালোবাসি। ”

অন্য বলিউড তারকাদের চেয়ে মিলখা সিংকে অনেক বেশি কাছ থেকে দেখেছেন ফারহান। পর্দায় তার চরিত্র ফুটিয়ে তুলতে অনেক পরিশ্রম করেছিলেন তিনি।

এক সাক্ষাৎকারে মিলখা বলেছিলেন, “অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, কানাডা যেখানেই গেছি, সবাই বলেছেন ফারহান যেন আমার প্রতিচ্ছবি। ছবি তৈরির সময় ওর সঙ্গে দেখা করেছি। ১১ সেকেন্ডে ১০০ মিটার দৌড়তে দেখেছি ওকে। ”

ফ্লাইং শিখ খ্যাত কিংবদন্তি অ্যাথলেট মিলখা সিং শুক্রবার ৯১ বছর বয়সে চণ্ডীগড়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। এক মাস আগে করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। এর আগে ১৩ জুন কোভিড-১৯ পজিটিভ হয়ে মৃত্যুবরণ করেন তার স্ত্রী নির্মল কৌর।

১৯৫৮ কমনওয়েলথ গেমস ও ১৯৬০ রোম অলিম্পিয়ান মিলখা ২০ মে করোনাভাইরাসে আক্রান্ত হন এবং ২৪ মে মোহালিতে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ৩০ মে মিলখা হাসপাতাল থেকে ছাড় পান। এরপর ৩ জুন অক্সিজেনের মাত্রা বাড়ানোর জন্য তাকে নেহরু হাসপাতালে কভিড হাসপাতালে ভর্তি করা হয়।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?