স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৯ জুন।। রাজ্যে নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যা কান্ডের ঘটনা উপর্যপুরি বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে শনিবার রাজ্য পুলিশের মহানির্দেশক এর কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য কমিটির এক প্রতিনিধি দল শনিবার সকালে রাজ্য পুলিশের সদর কার্যালয় পুলিশের মহানির্দেশক সঙ্গে সাক্ষাৎ করে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেন।
ডেপুটেশন ও স্মারকলিপিতে সাম্প্রতিক কালের কিছু ঘটনা উল্লেখ করে এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য রাজ্য পুলিশের মহানির্দেশক হস্তক্ষেপ দাবি করা হয়েছে। নারী সংগঠনের নেতৃবৃন্দ অভিযোগ করেছেন রাজ্যে নারী নির্যাতন ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে। শিশু কিশোরী নাবালিকা এমনকি বৃদ্ধারা পর্যন্ত পৈশাচিক নির্যাতন থেকে রক্ষা পাচ্ছেন না। ধর্ষণ ও হত্যা কান্ডের ঘটনা ইদানিং কালে ব্যাপক হরে বৃদ্ধি পেয়েছে।
তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে নারী সমিতি। অবিলম্বে প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত অভিযুক্তদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। রাজ্য পুলিশের মহানির্দেশক এর কাছে প্রদেয় স্মারকলিপিতে বেশকিছু ঘটনা তুলে ধরা হয়েছে। নারীর সমিতির নেতৃবৃন্দ আরো অভিযোগ করেছেন বর্তমান বিজেপি আইপিএফটি জোট সরকারের আমলে রাজ্যে আইনশৃঙ্খলা ব্যবস্থা সম্পূর্ণ ভাবে ভেঙ্গে পড়েছে।রাজ্য পুলিশের মহানির্দেশকের পক্ষ থেকে এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেওয়া হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।