অনলাইন ডেস্ক, ১৯ জুন।। লিওনেল মেসি মানেই রেকর্ড। ক্লাব ফুটবল হোক কিংবা দেশের জার্সিতে, রেকর্ড গড়তে ভালোবাসেন এলএম টেন। কোপা আমেরিকায় উরুগুয়ের বিপক্ষে ম্যাচে গোল না পেলেও ম্যাচের সেরা হন মেসি।
আর এর মধ্যে দিয়ে আসরে নতুন রেকর্ড গড়েছেন তিনি। এখন পর্যন্ত কোপা আমেরিকায় ১২ ম্যাচে সেরা হলেন মেসি। আগের ম্যাচে চিলির বিপক্ষে দুরন্ত এক গোল করে ম্যাচের সেরার পুরস্কার ছিনিয়ে নিয়েছিলেন। শনিবার সকালেও ম্যাচের সেরা হয়ে নয়া কীর্তি গড়লেন তিনি।
এদিন গোল না পেলেও অ্যাসিস্ট করেছেন মেসি। কোপা আমেরিকায় এখন সব মিলে ১৩টি অ্যাসিস্ট তার। এটিও টুর্নামেন্টে ইতিহাসে রেকর্ড। উরুগুয়ের বিরুদ্ধে মূল্যবান ৩ পয়েন্ট পেয়েও খুশি মেসি। ম্যাচ শেষে বলেন, ‘এই জয়টা আমাদের খুব দরকার ছিল।
এই জয়ই আমাদের শান্তি দেবে এবং পরের ম্যাচের জন্য প্রস্তুতি নিতে সাহায্য করবে।’ টানা ১৫ ম্যাচ অপরাজিত আর্জেন্টিনা। ২০১৯ কোপা সেমিফাইনালে ব্রাজিলের কাছে হারের পর আর কোনো ম্যাচ হারেননি মেসিরা। আসরে আর্জেন্টিনার পরের ম্যাচ মঙ্গলবার, প্যারাগুয়ের বিরুদ্ধে।