স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৯ জুন।। চিকিৎসকদের নিগৃহীত ও হামলার প্রতিবাদে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ত্রিপুরা স্টেট ব্রাঞ্চের উদ্যোগে শুক্রবার রাজ্যেও ন্যাশনাল প্রটেস্ট ডে পালন করা হয়। এ উপলক্ষে আইজিএম হাসপাতালে প্রতিবাদ-বিক্ষোভ সংগঠিত করা হয়।ডাক্তারদের উপর আক্রমণের প্রতিবাদ জানিয়ে শুক্রবার আইজিএম হাসপাতালে চিকিৎসকরা প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করেন।
একাংশ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বদান্যতায় গোটা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সমাজ কলঙ্কিত হচ্ছে। তাদেরকে এসব বিষয়ে সতর্ক হতে হবে। অন্যথায় গোটা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা কলঙ্কিত হবেন। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সেবা ধর্মে দীক্ষা নিয়ে যারা চিকিৎসা পরিবারের সবার সঙ্গে যুক্ত হন তাদের কাছ থেকে রোগী এবং তাদের পরিবার সহ সাধারন মানুষ অভব্য আচরণ কোন দিনেই আশা করেন না। স্বাভাবিক কারণেই নিজেদের অঙ্গীকার পালনে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা যত্নবান হবে সেটাই প্রত্যাশা রাজ্যবাসীর।
একথা অনস্বীকার্য যে চিকিৎসকদের রোগী ও তাদের পরিবারের লোকজন রা ঈশ্বর সমতুল্য বলেই সম্মান করেন শ্রদ্ধা করেন। সেই শ্রদ্ধা ও সম্মানের প্রতিদান দেওয়া তাদের দায়িত্ব ও কর্তব্য। এ বিষয়ে আন্দোলনকারী চিকিৎসক সংগঠনের নেতৃবৃন্দের মতামত জানতে চাওয়া হলে চিকিৎসকরাও মানুষ। চিকিৎসকরা যাতে আঘাত প্রাপ্ত না হয়, আক্রান্ত না হন তা নিশ্চিত করতে হবে। চিকিৎসকরা সুস্থ থাকলে সুরক্ষিত থাকলেই রোগীদের পরিষেবা দিতে সক্ষম