দ্বিতীয় মেয়াদে জাতিসংঘ মহাসচিব হলেন ৭২ বছর বয়সী গুতেরেস

অনলাইন ডেস্ক, ১৯ জুন।। দ্বিতীয় মেয়াদে জাতিসংঘ মহাসচিব হলেন গুতেরেস। জাতিসংঘ সাধারণ পরিষদের ১৯৩ সদস্য রাষ্ট্র শুক্রবার এই নিয়োগ দিয়েছে। ২০২২ সালের ১ জানুয়ারি থেকে গুতেরেসের দ্বিতীয় মেয়াদ শুরু হবে। ৭২ বছর বয়সী গুতেরেস ২০১৭ সালে বান কি-মুনের পর জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হয়েছিলেন।

১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন এবং ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত ছিলেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান।

এ মাসের শুরুর দিকে গুতেরেসকে জাতিসংঘ মহাসচিব হিসেবে আরেক মেয়াদে রাখার জন্য সাধারণ পরিষদের কাছে সুপারিশ করেছিল নিরাপত্তা পরিষদ।

নিয়োগ পাওয়ার পর শপথ নিয়ে গুতেরেস বলেছেন, “ছোট-বড় সব দেশের মধ্যে আস্থার সম্পর্কের বিকাশ, সেতুবন্ধন নিশ্চিত করতে আমি সর্বাত্মক চেষ্টা করব এবং আস্থা গড়ে তোলার জন্য অবিরাম কাজ করে যাব। ”

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিন বলেছেন, জাতিসংঘ নানা চ্যালেঞ্জের মুখে আছে। তবে আগামী পাঁচ বছর আবারও গুতেরেস মহাসচিব পদে থাকায় আগের দিনগুলোর তুলনায় সামনে আরও শান্তি, নিরাপত্তা এবং সমৃদ্ধি দেখতে পাবেন বলে তিনি আশা করছেন।

এক বিবৃতিতে গ্রিন বলেন, “এর জন্য কঠোর পরিশ্রম, রাজনৈতিক সদিচ্ছা এবং জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর কাছ থেকে জবাবদিহিতার প্রয়োজন পড়বে। ” সব সদস্য রাষ্ট্রের মানবাধিকারের প্রতি আন্তরিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ থাকা উচিত বলেও তিনি মন্তব্য করেন।

মহাসচিব পদে প্রথম মেয়াদে গুতেরেস জলবায়ু পরিবর্তন রোধ, সকলের জন্য কোভিড-১৯ ভ্যাকসিন নিশ্চিত করা ও ডিজিটাল সহযোগিতা বাড়ানো নিয়ে সোচ্চার ছিলেন। ২০১৭ সালে যখন তিনি মহাসচিবের দায়িত্বে আসেন, জাতিসংঘকে তখন সিরিয়া ও ইয়েমেনের যুদ্ধ বন্ধ এবং সেখানকার মানবিক সংকট মোকাবিলায় খাবি খেতে হচ্ছিল।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?