অনলাইন ডেস্ক, ১৯ জুন।। ফেবারিট হিসেবে এবারের ইউরো চ্যাম্পিয়নশিপে এসেছে ইংল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ক্রোয়েশিয়াকে হারালেও দ্বিতীয় ম্যাচে প্রতিবেশী স্কটল্যান্ডের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে গ্যারেথ সাউথগেটের দল।
ওয়েম্বলিতে হ্যারি কেন-রহীম স্টার্লিংদের মতো তারকাসমৃদ্ধ ইংল্যান্ডকে রুখে দিয়ে নকআউট পর্বের আশা বাঁচিয়ে রেখেছে স্কটিশরা। অবশ্য ‘ডি’ গ্রুপে ২ ম্যাচে এক পয়েন্ট নিয়ে একেবারে তলানিতে স্কটল্যান্ড।
অন্যদিকে সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে ইংল্যান্ড। পরের রাউন্ডে যেতে হলে ড্র করলেই চলবে সাউথগেটের শিষ্যদের।
৯৬’ ইউরোর পর এবারই প্রথম কোনো বড় টুর্নামেন্টে মুখোমুখি হয় ইংল্যান্ড-স্কটল্যান্ড। ম্যাচটি দেখার জন্য স্টেডিয়ামে সমাগম হয় ২২,৫০০ দর্শক। কিন্তু জয়ের সুযোগ হারায় দুই দলই।
তবে স্কটিশরা দুর্দান্ত লড়াই করেছে পুরো ম্যাচে। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে হারলেও ইংলিশদেরকে দারুণভাবে রুখে দেয় তারা।
‘ডি’ গ্রুপের আরেক ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ক্রোয়েশিয়া। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষে ওঠেছে চেক প্রজাতন্ত্র। এক পয়েন্ট নিয়ে তিনে ক্রোয়েশিয়া।