অনলাইন ডেস্ক, ১৯ জুন।। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নেমে ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ছাপিয়ে গেলেন বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। এ ম্যাচের মধ্যে দিয়ে কোহলি অধিনায়ক হিসেবে ৬১তম টেস্ট খেলেছেন। যা ভারত অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ড। এর আগে যে রেকর্ড ছিল ধোনির দখলে। ভারতের হয়ে ৬০ টেস্টে নেতৃত্ব দিয়েছেন তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টে ধোনিকে ছুঁয়ে ফেলেন কোহলি। এ বার সাউদাম্পটনে টপকে গেলেন নিজের সাবেক অধিনায়ককে। ২০১৪ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন ধোনি। লাল বলের ক্রিকেটে দেশকে সবচেয়ে বেশি বার যারা নেতৃত্ব দিয়েছেন, সেই তালিকায় কোহলি রয়েছেন ছয় নম্বরে। শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ। ১০৯ টেস্টে অধিনায়কত্ব করেছেন তিনি।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন অ্যালান বর্ডার, অস্ট্রেলিয়ার হয়ে ৯৩ টেস্টে নেতৃত্ব দিয়েছেন। তিন নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের স্টিফেন ফ্লেমিং। তিনি ৮০ টেস্টে দেশকে নেতৃত্ব দেন। ৭৭ টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে অধিনায়কত্ব করে চার নম্বরে রয়েছেন রিকি পন্টিং।
ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি স্যার ক্লাইভ লয়েড ৭৪ টেস্টে দেশকে নেতৃত্ব দিয়েছেন। তিনি রয়েছেন পাঁচ নম্বরে। এই টেস্টে কোহলি শুধু ধোনিকে ছাপিয়ে যাননি। এদিন টেস্ট ক্যারিয়ারের নিজের ৭৫০০ রান পূর্ণ করে ফেলেছেন। কিংবদন্তি সুনীল গাভাস্কার ও কোহলি টেস্টে ৭৫০০ রান পূর্ণ করতে সময় নিয়েছেন সমান ১৫৪ ইনিংস। অর্থাৎ ধোনিকে ছাড়িয়ে যাওয়া ম্যাচে গাভাস্কারকেও ছুঁয়েছেন কোহলি।