নেপালে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ১৬ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক, ১৯ জুন।। নেপালে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও ২২ জন। গত রোববার থেকে শনিবার পর্যন্ত প্রাণহানির এই ঘটনা ঘটেছে। নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অতি বন্যার কবলে পড়েছে দেশটির ৬টিরও বেশি জেলা। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ব্যাহত হচ্ছে সেখানকার স্বাভাবিক জনজীবন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জনকরাজ দহল জানান, বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লামজং, মায়াগদি, মুস্তাং, মানং ও পালপা জেলা। এই মুহূর্তে দূর্গত এলাকায় উদ্ধার অভিযান ও খাদ্য সরবরাহে বেশি নজর দিচ্ছে সরকার। তিনি বলেন, নিহতদের পাশাপাশি ১১ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। নেপালে প্রতিবছর বর্ষার সময় ভূমিধস এবং বন্যার ফলে কয়েকশ লোক মারা যায় সারাদেশে অব্যাহত বৃষ্টিপাতের কারণে, স্থানীয় প্রশাসন মানুষকে নিরাপদে থাকার জন্য সতর্কমূলক নোটিশ জারি করেছে।

শুক্রবার গভীর রাতে দোলাখার অপর একটি পার্বত্য জেলা, সম্ভাব্য ফ্ল্যাশ বন্যার তামাকোশি নদীর তীরে বসবাসকারী লোকদের সতর্ক করে একটি প্রকাশনা জারি করেছে। নেপালের আবহাওয়ার পূর্বাভাস বিভাগ বলছে, নেপালে গত ১ জুন থেকে বর্ষা মৌসুম শুরু হয়েছে। এটি আগামী প্রায় তিন মাস ধরে অব্যাহত থাকতে পারে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?