অনলাইন ডেস্ক, ১৯ জুন।। বলিভিয়ার বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে চিলি। কোপা আমেরিকায় নিজেদের আগের ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করেছিল তারা।
বলিভিয়ার বিপক্ষে জয়ে নকআউট পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল চিলি। ‘বি’ গ্রুপে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা।
সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। গ্রুপের আরেক ম্যাচে লা আলবিসেলেস্তেরা ১-০ গোলে হারায় উরুগুয়েকে। এখনো পয়েন্টের খাতা খুলতে না পারা বলিভিয়া আছে তালিকার সবার শেষে।
ব্রাজিলের অ্যারেনা প্যান্টানালে ম্যাচের দশম মিনিটে এগিয়ে যায় চিলি। এদুয়ার্দো ভার্গাসের পাস থেকে বলিভিয়ার জাল খুঁজে নেন ব্ল্যাকবার্ন রোভার্স ফরোয়ার্ড বেন ব্রেরেটন। এই ব্যবধান ধরে রেখে তিন পয়েন্ট আদায় করে নেয় চিলি।