অনলাইন ডেস্ক, ১৯ জুন।। কোপা আমেরিকায় দ্বিতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে আর্জেন্টিনা। আসরের সর্বোচ্চ ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে লিওনেল মেসিরা।
এর আগের ম্যাচে নিজেদের প্রথম ম্যাচে চিলির বিপক্ষে এগিয়ে গিয়েও ১-১ গোলে ড্র করেছিল আর্জেন্টিনা। এই জয়ে ‘বি’ গ্রুপে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে উঠেছে লিওনেল স্কালোনির দল।
সমান পয়েন্ট নিয়ে দুইয়ে চিলি। এক পয়েন্ট নিয়ে উরুগুয়ে চারে।
ব্রাজিলের এস্তাদিও ন্যাশিওনাল দে ব্রাসিলায় প্রথমার্ধের শুরুতে এগিয়ে যায় আর্জেন্টিনা। ১৩তম মিনিটে মেসির দারুণ এক ক্রসে মিডফিল্ডার গুইদো রদ্রিগেসের হেড পোস্টের ভেতর দিকে লেগে অতিক্রম করে উরুগুয়ের গোললাইন। এগিয়ে যায় লা আলবিসেলেস্তেরা।
এই ম্যাচে একাদশে পরিবর্তন আনে আর্জেন্টিনার কোচ স্কালোনি। চিলির বিপক্ষে ছিলেন না রদ্রিগেস। এবার সুযোগ পেয়েই দলকে এনে দিলেন গুরুত্বপূর্ণ জয়। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচ ড্রয়ের পর এবারই জয়ের দেখা পেলো আর্জেন্টিনা।