স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৮ জুন৷৷ গরীব শ্রমজিবিদের প্রাপ্য এক হাজার টাকা সরকারকে অবিলম্বে প্রদান করা, রেশনে প্রদত্ত খাদ্যের প্যাকেট সকল গরিবদের হাতে তুলে দেওয়া সহ ৫ দফা দাবিতে সদর মহকুমা শাসকের কাছে গন ডেপুটেশন প্রদান করল সিট্যূ৷
এদিন সিট্যু সদর মহকুমা কমিটির উদ্যোগে এক প্রতিনিধি দল দাবি সনদ তুলে দেন৷ তবে মহকুমা শাসকের পরিবর্তে অতিরিক্ত মহকুমা শাসক বিনয় ভূষণ দাস এই ডেপুটেশন গ্রহণ করেন৷
এই দাবি গুলি অবিলম্বে কার্যকর করা না হলে সিট্যু আগামী দিনে আন্দোলনে নামব বলে হুঁশিয়ারি দেন সিট্যু নেতা অমল চক্রবর্তী৷ মহকুমা শাসক কি আশ্বাস দিয়েছেন এই বিষয়ে শ্রমিকদের অবগত করা হবে বলেও জানান তিনি৷ এদিন এর পাশাপাশি সদর মহকুমা শাসকের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে সিট্যু৷
এদিকে সি আই টি ইউ নেতা সমর চক্রবর্তী বলেন চিকিৎসক নার্স নিয়োগ করার বিষয়ে দাবি জানিয়ে আসলেও সরকারের কোনো হেলদোল নেই৷ এপিএল এবং বিপিএল ভোক্ত পরিবার বাছাই না করে ইতিমধ্যে সরকারকে প্রথমে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করলেন তিনি৷
তিনি আরো বলেন যদি সরকার সহসাই ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে জানান তিনি৷ ডেপুটেশন প্রদানকালে এছাড়া উপস্থিত ছিলেন তপন দাস, নির্মল রায় প্রমুখ৷