অনলাইন ডেস্ক, ১৮ জুন।। এক বছর ধরে অসুস্থতা ও চোটে ভুগে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন জিম্বাবুয়ের পেসার কাইল জার্ভিস। ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। জিম্বাবুয়ের হয়ে ১৩ টেস্ট, ৪৯ ওয়ানডে ও ২২টি টি-টোয়েন্টি খেলেছেন জার্ভিস।
টেস্টে ৪৬, ওয়ানডেতে ৫৮ ও টি-টোয়েন্টিতে ২৮ উইকেট নিয়েছেন তিনি। তিন প্রকারের রোগের সঙ্গে যুদ্ধ করতে হয়েছে জার্ভিসকে। এই বছরের শুরু থেকে কোভিড-১৯, ম্যালেরিয়া ও ব্যাকটেরিয়াল সংক্রমণের জ্বরের সঙ্গে লড়াই করতে হয় তাকে।
যার ফলে, তিনি ছয় মাস ক্রিকেট খেলতে পারেননি। জার্ভিসকে জাতীয় দলের জার্সিতে শেষবার দেখা গিয়েছিল ২০২০ সালের জানুয়ারি, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে। সেই টেস্টে ১০ উইকেটে হারে জিম্বাবুয়ে। উইকেটবিহীন থাকতে হয় জার্ভিসকে।
পিঠের চোটে সেই সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে পারেনি তিনি। চলে যেতে হয় পুনর্বাসনে। অবসরের প্রসঙ্গে বৃহস্পতিবার (১৭ জুন) ৩২ বছর বয়সী এই পেসার বলেন, ‘অবসরের সিদ্ধান্ত নেওয়া খুব এটা এমন এক বিষয় যাতে আসতে দীর্ঘসময় লেগেছে। কেউ তার প্রিয় জিনিস ছাড়তে চায় না।’