অনলাইন ডেস্ক, ১৮ জুন।। জাম্বিয়ার প্রথম প্রেসিডেন্ট কেনেথ কুন্দ আর নেই। ৯৭ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। কুন্দ ছিলেন আফ্রিকার শেষ প্রজন্মের নেতাদের একজন, যিনি উপনিবেশের বিরুদ্ধে লড়াই করেছিলেন।
সোমবার নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর তাকে রাজধানীর লুসাকায় সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। কুন্দর সহযোগীরা জানিয়েছেন, তিনি কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হননি। ১৯৫০ এর দশকে, ব্রিটিশদের বিরুদ্ধে তৎকালীন উত্তর রোডেশিয়ার স্বাধীনতা আন্দোলনে অন্যতম ফিগার ছিলেন কুন্দ। ১৯৬৪ সালে স্বাধীনতার পরে প্রেসিডেন্ট হন।
বামপন্থী ইউনাইটেড ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্স পার্টির (ইউএনআইপি) প্রধান হিসেবে তখন দশক ধরে তিনি এক দলীয় শাসন ব্যবস্থার মধ্যে দেশকে নেতৃত্ব দেন। ১৯৯১ সালে বহুদলীয় নির্বাচনে হেরে কুন্দ প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন।