অনলাইন ডেস্ক, ১৮ জুন।। করোনাভাইরাসের (কভিড-১৯) চিকিৎসায় ‘মুখে সেবনযোগ্য’ ওষুধ আবিষ্কারে ৩০০ কোটি ডলারেরও বেশি বিনিয়োগ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ‘হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস ডিপার্টমেন্ট’ এই ঘোষণা দিয়েছে।
প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান চিকিৎসা উপদেষ্টা ড. অ্যান্থনি ফাউচি জানান, মুখে সেবন করা যায় এমন ওষুধের গবেষণা ও পরীক্ষায় ‘ক্লিনিক্যাল ট্রায়াল’ এর জন্য এই অর্থ ব্যয় হবে। তিনি বলেন, ‘কভিড- ১৯ এর গুরুতর অসুস্থতা এবং মৃত্যু ঠেকাতে সক্ষম হবে ভাইরাস প্রতিরোধী নতুন ওষুধ।’ ফাউচি বলেন, ‘বিশেষ করে মুখে খাওয়ার ওষুধ যা রোগের প্রাথমিক পর্যায়ে ঘরেই নেওয়া যাবে।
এটি মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে জীবন বাঁচানোর শক্তিশালী এক অস্ত্র হয়ে উঠবে।’ এর মাধ্যমে চিকিৎসা খাতে উদ্ভাবনের উৎসাহ তৈরি হবে এবং কভিড-১৯ এর টিকা তৈরির মতোই ব্যতিক্রমী সফলতা পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস’ (এনআইএআইডি) এর পরিচালক। করোনা মহামারীতে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয়েছে।