অনলাইন ডেস্ক, ১৮ জুন।। ব্রাজিলের অলিম্পিক কোচ আন্দ্রে জার্দিন টোকিও অলিম্পিকের জন্য স্কোয়াড ঘোষণা করেছেন। মূলত অনূর্ধ্ব-২৩ ফুটবলাররা অংশগ্রহণ করতে পারেন অলিম্পিকে। নিয়ম অনুযায়ী, তার চেয়ে বেশি বয়সের তিনজনকে স্কোয়াডে রাখা যায়।
সেলেকাওরা সেই তিনজনের জায়গায় দলে রেখেছেন ৩৮ বছর বয়সী দানি আলভেস, ডিয়েগো কার্লোস ও গোলরক্ষক সান্তোসকে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের স্কোয়াডে নেই নেইমার। পিএসজির ফরোয়ার্ড এর আগে টোকিও অলিম্পিকে খেলার ইচ্ছে জানিয়েছিলেন।
২০১৬ সালে আলভেসের নেতৃত্বে জার্মানিকে হারিয়ে গোল্ড মেডেল জেতে ব্রাজিল।
অলিম্পিকে ব্রাজিলের ফুটবল স্কোয়াড
গোলরক্ষক: সান্তোস ও ব্রেনো
ডিফেন্ডার: দানি আলভেস, গ্যাব্রিয়েল মেনিনো, গুইলহার্মে আরানা, গ্যাব্রিয়েল গুইমারেস, নিনো, ডিয়েগো কার্লোস
মিডফিল্ডার: ডগলাস কস্তা, ব্রুনো গুইমারেস, গারসন, ক্লউদিনহো, ম্যাথিউস হেনরিখ
ফরোয়ার্ড: ম্যাথিউস কানহা, ম্যালকম, অ্যান্থনি, পাউলিনহো, পেদ্রো