অনলাইন ডেস্ক, ১৮ জুন।। টানা দুই জয়ে ইউরো কাপের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করল নেদারল্যান্ডস। বৃহস্পতিবার ‘সি’ গ্রুপের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারায় ডাচরা। সুবাদে এক ম্যাচ হাতে থাকতেই নিশ্চিত হয় তাদের পরের পর্ব। আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় ম্যাচের ১২ মিনিটেই মেমফিস ডিপাই স্পট কিক থেকে ডাচদের এগিয়ে দেন।
বিরতির পর ৬৭ মিনিটে ব্যবধান বাড়ান ডেনজেল ডামফ্রিস। ইউক্রেনকে ৩-২ গোলে হারিয়ে আসর শুরু করেছিল নেদারল্যান্ডস। এদিনের জয়ে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট পেল তারা। সেই সঙ্গে ২০০৮ সালের পর এই প্রথম ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের নকআউট পর্বে উঠল। ডাচরা সবশেষ ইউরো ও বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছিল।
এদিকে উত্তর মেসিডোনিয়াকে হারিয়ে নিজেদের মিশন শুরু করা অস্ট্রিয়ার আশা অবশ্য শেষ হয়ে যায়নি। গ্রুপের শেষ ম্যাচে ইউক্রেনের বিপক্ষে লড়বে তারা। দুই ম্যাচ খেলে একটি করে জয় ও পরাজয়ে দুই দলেরই পয়েন্ট তিন করে। তাদের মুখোমুখি লড়াইয়ে নির্ধারণ হবে কারা পাবে পরের পর্বের টিকিট। এদিন ‘সি’ গ্রুপের অন্য ম্যাচে উত্তর মেসিডোনিয়াকে ২-১ এ হারায় ইউক্রেন। টানা দুই হারে আসরে থেকে ছিটকে গেছে মেসিডোনিয়া।