করোনা কারফিউর মেয়াদ বাড়িয়ে করা হল ২৬ জুন অবধি, জেনে নিন নতুন নির্দেশিকায় কি কি রয়েছে

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৭ জুন।। কোভিড পরিস্থিতি পর্যালোচনা করে আগরতলা পুর নিগম সহ ১১টি পুর পরিষদ এলাকায় করোনা কারফিউ জারি থাকবে ২৬ জুন৷ এছাড়া, সমস্ত জেলা শাসক প্রয়োজন বোধে কারফিউ জারি করতে পারবেন৷ আগরতলা পুর নিগম এলাকায় যথারীতি করোনা কারফিউর সময়সীমা বৃদ্ধি হয়েছে৷

তেমনি, কয়েকটি পুর পরিষদ নতুন করে কারফিউর আওতায় যুক্ত হয়েছে৷ দুইটি পুর পরিষদ এলাকায় কারফিউর সময়সীমা বৃদ্ধি করেছে প্রশাসন৷ করোনা মোকাবিলায় ত্রিপুরায় এখন থেকে শুধু পুর নিগম এলাকা সহ ১১টি পুর পরিষদ এলাকায় দিবারাত্র কারফিউয়ের সময়সীমা বাড়ানো হয়েছে৷ তবে ওই এলাকায় কারফিউয়ের বিধিনিষেধে আগের মতই৷

পূর্বের আদেশ অনুযায়ী ১৯ জুন ভোর পাঁচটা পর্যন্ত আগরতলা পুর নিগম সহ তিনটি পুর পরিষদ এবং দুইটি নগর পঞ্চায়েত এলাকায় কারফিউ জারি করা হয়েছিল৷ নতুন আদেশ মেনে পুর নিগম ও ১১টি পুর পরিষদ এলাকায় ১৯ জুন থেকে ২৬ জুন ভোর পাঁচটা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর হবে৷

অন্যত্র ১৯ জুন ভোর পাঁচটার পর প্রত্যাহার করা হচ্ছে করোনা কারফিউ৷ তবে, জেলাশাসকরা প্রয়োজন বোধে সংশ্লিষ্ট এলাকায় কারফিউ জারি করতে পারবেন৷ পাশাপাশি, আন্তঃজেলা যাতায়াতেও বিধি নিষেধ না থাকলেও করোনা কারফিউ এলাকায় যাতায়াতে ২৫ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত বিধিনিষেধ বলবৎ থাকবে৷

নতুন নির্দেশ অনুসারে করোনা পরিস্থিতি পর্যালোচনা করে আগরতলা পুর নিগম, মোহনপুর পুর পরিষদ, রানীরবাজার পুর পরিষদ, জিরানিয়া পুর পরিষদ, উদয়পুর পুর পরিষদ, বিশালগড় পুর পরিষদ, কুমারঘাট পুর পরিষদ, কৈলাসহর পুর পরিষদ, পানিসাগর পুর পরিষদ, খোয়াই পুর পরিষদ, বিলোনিয়া পুর পরিষদ এবং শান্তিরবাজার পুর পরিষদ এলাকায় করোনা কারফিউ ২৬ জুন ভোর পাঁচটা পর্যন্ত বলবৎ থাকবে৷

তাতে, আগরতলা পুর নিগম এবং কুমারঘাট ও বিলোনিয়া পুর পরিষদ এলাকায় করোনা কারফিউর সময়সীমা বৃদ্ধি করা হয়েছে৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?